Jio-র নয়া চমক, একবার করুন রিচার্জ আর ৩ মাসের জন্য পান সব সুবিধা বিনামূল্যে
Bangla Editor
1/ 5
মোবাইল নেটওয়ার্ক দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও ৷ একের পর এক সস্তায় নতুন প্ল্যান নিয়ে এসে জনপ্রিয়তার শীর্ষে এখন জিও ৷ এবার ফের গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির জিও ৷
2/ 5
জিও-র এমন অনেক প্ল্যান আছে যেখানে আপনি একবার রিচার্জ করলে সারা বছে বিনামূল্যে কল করতে পারেন, এই প্ল্যানগুলোকে জিও Long Term Pack ক্যাটেগরিতে রাখে।
3/ 5
এবার 499 টাকার রিচার্জ নিয়ে এসেছে জিও। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৯১ দিনের। এই প্ল্যানে আপনি প্রতিদিন 1.5GB ডেটা পাবেন, মানে ৯১ দিনে 136.5GB ডেটা ব্যবহার করতে পারবেন আপনি।
4/ 5
এছাড়াও আপনি পেয়ে যাবেন দিনে ১০০ টি করে এসএমএস। ৪৯৯ টাকার রিচার্জে পেয়ে যাবেন আনলিমিটেড কলিইয়ের সুবিধা।
5/ 5
সম্প্রতি গ্রাহকদের সুবিধার জন্য নতুন ক্রিকেট সিজন ডেটা প্যাকও নিয়ে এল জিও৷ মাত্র ২৫১ টাকা খরচ করে ৫১ দিনের জন্য ১০২ জিবি ফোর-জি ডেটা দিচ্ছে এই টেলিকম সংস্থা৷ Jio Cricket Season Data Pack-এর মাধ্যমে যেকোনও সময় যেকোনও ম্যাচ লাইভ দেখুন জিও টিভি অ্যাপে৷