Jio-র দারুন অফার ! মাত্র ১১ টাকার রিচার্জে পেয়ে যান দ্বিগুণ 4G ডেটা আর ফ্রি কলিং
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে চারটি সস্তার ডেটা প্ল্যানের কথা ঘোষণা জিওর
advertisement
করোনায় 'ওয়ার্ক ফ্রম হোম' । করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে চারটি সস্তার ডেটা প্ল্যানের কথা ঘোষণা জিওর। করোনায় 'ওয়ার্ক ফ্রম হোম'। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই তথ্য প্রযু্ক্তি কর্মী বাড়ি থেকে কাজ শুরু করেছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে চারটি সস্তার ডেটা প্ল্যানের কথা ঘোষণা জিওর।
advertisement
গ্রহাকদের জন্য ১১ টাকা, ২১ টাকা, ৫১ টাকা আর ১০১ টাকার প্ল্যানগুলিকে নতুন করে সাজিয়ে তুলল জিও। এর মধ্যে ১১ টাকার প্ল্যানে আগে পাওয়া যেত ৪০০ এমবি ডেটা সেখানে এখন পাওয়া যাবে ৮০০ এমবি ডেটা আর সঙ্গে ৭৫ মিনিট জিও টি নন জিও টকটাইম। এই প্ল্যানটি আলাদা কোনও ভ্যালিডিটি নেই, আপনার বর্তমান প্ল্যানের সমান এর ভ্যালিডিটি
advertisement
advertisement