iPhone ব্যবহার করেন? হ্যাকার হানায় চুরি যেতে পারে যাবতীয় তথ্য, সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
iPhone ব্যবহারকারীদের একটি বড়সড় নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়ে সতর্ক করল ভারত সরকার। যেসব ব্যবহারকারী লেটেস্ট iPhone 16 এবং পুরনো মডেল ব্যবহার করছেন, তাঁরা ঝুঁকির মধ্যে রয়েছেন।
সম্প্রতি iPhone ব্যবহারকারীদের একটি বড়সড় নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়ে সতর্ক করল ভারত সরকার। যেসব ব্যবহারকারী লেটেস্ট iPhone 16 এবং পুরনো মডেল ব্যবহার করছেন, তাঁরা ঝুঁকির মধ্যে রয়েছেন। Indian Computer Emergency Response Team বা CERT-In থেকে আসা নতুন তথ্য থেকে জানা যাচ্ছে যে, বিষয়টা ঠিক কী? আর নিজেদের ডিভাইসগুলিকে নিরাপদ করার জন্য কী করছে Apple!
advertisement
advertisement
iPhone সিকিউরিটি ওয়ার্নিং: কী কী জানা যাচ্ছে? গত ১২ মে ২০২৫ তারিখ CERT-In-এর বুলেটিন এসেছে। এর সঙ্গে রয়েছে হাই সিভিয়ারিটি বা উচ্চতর তীব্রতা। যা iPhone এবং iPad ব্যবহারকারীদের জন্য থাকা বিপদের ব্যাখ্যা দেয়। আর কীভাবে তাঁরা নিজেদের ডিভাইসকে নিরাপদ করতে পারেন, সেটাও বলা হয়েছে ওই বুলেটিনে। নোটে বলা হয়েছে যে, এই বিপদের উদ্রেক হয়েছে কারণ যে কোনও iOS অ্যাপ্লিকেশন সেনসিটিভ সিস্টেম-লেভেল ডারউইন নোটিফিকেশন পরিবহণ করতে পারে। আর এটা হচ্ছে বিশেষ সুযোগ-সুবিধা বা অধিকারের প্রয়োজন ছাড়াই।
advertisement
তো ডারউইন নোটিফিকেশন আসলে কী। ওই সিকিউরিটি এজেন্সির তরফে বলা হচ্ছে যে, CoreOS লেয়ারের মধ্যে এটি একটি লো-লেভেল মেসেজিং সিস্টেম। এটি সিস্টেম-জুড়ে ইভেন্ট বিজ্ঞপ্তি সম্প্রচার এবং গ্রহণের জন্য প্রক্রিয়াগুলিকে এনেবল করে। মনে করা হয় যে, iOS এবং iPad-এর জন্যই এই বিপদ। যা এই ডিভাইসের বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
iPhone এবং iPad সিকিউরিটি ইস্যু: কাদের উদ্বিগ্ন হওয়া প্রয়োজন? ভাল খবর হল যে, নতুন সমস্যার কারণে কারা ঝুঁকির মুখে রয়েছে, তার সম্পর্কে ওয়াকিবহাল সিকিউরিটি এজেন্সি এবং Apple। আর উদ্বেগের বিষয় হল যে, এর আওতায় রয়েছেন প্রত্যেক iPhone এবং iPad ব্যবহারকারী। iOS and iPadOS-এর কোন কোন ভার্সন বিপদের মুখে রয়েছে:
advertisement
১. iOS versions prior to 18.3 (iPhone XS এবং পরবর্তী) | ২. iPadOS versions prior to 17.7.3 (iPad Pro 12.9-inch 2nd generation, iPad Pro 10.5-inch, এবং iPad 6th generation) | ৩. iPadOS versions prior to 18.3 (iPad Pro 13-inch, iPad Pro 12.9-inch 3rd generation এবং পরবর্তী, iPad Pro 11-inch 1st generation এবং পরবর্তী, iPad Air 3rd generation এবং পরবর্তী, iPad 7th generation এবং পরবর্তী, and iPad mini 5th generation এবং পরবর্তী)
advertisement