iPhone 16 Offers: বাজারে আসতে চলেছে iPhone 17, তার আগে কি iPhone 16 কেনার কথা ভাবছেন? সিদ্ধান্তটা কি আদৌ সঠিক হবে?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
iPhone 16 Offers: নতুন মডেল বাজারে আসার আগে পুরনো মডেলের উপর প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায়। ফলে যাঁরা নতুন মডেলে আপগ্রেড করতে চান, তাঁরা এই সুযোগকে কাজে লাগান।
iPhone কেনার স্বপ্ন অনেকেই দেখেন। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আসে iPhone-এর নতুন মডেল। ফলে সেই সুযোগের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন গ্রাহকরা। নতুন মডেল বাজারে আসার আগে পুরনো মডেলের উপর প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায়। ফলে যাঁরা নতুন মডেলে আপগ্রেড করতে চান, তাঁরা এই সুযোগকে কাজে লাগান।
advertisement
যেমন গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল iPhone 16। আর চলতি বছরের সেপ্টেম্বরে iPhone 17 বাজারে আনবে Apple। ফলে বোঝাই যাচ্ছে যে, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এদিকে iPhone 17 লঞ্চ হওয়ার আগে অনেকেই iPhone 16 কিনতে চাইছেন। আবার কেউ বা iPhone 17 লঞ্চ হওয়ার জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ কোনটা কিনবেন, তা বুঝে উঠতে পারছেন না। আজকের প্রতিবেদনে এই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক। আসলে যাঁরা iPhone 17 লঞ্চ হওয়ার আগেই iPhone 16 কিনে ফেলতে চাইছেন, তাঁদের এই সিদ্ধান্ত একদম সঠিক। কিন্তু কেন।
advertisement
advertisement
বর্তমানে iPhone 16 কেনার দ্বিতীয় কারণ হল - iPhone 16-এর সমস্ত মডেলে রয়েছে A18 এবং A18 Pro চিপস। আর এই একই চিপ iPhone 17-এও থাকতে পারে বলে আশা। এদিকে কয়েক মাস ধরে ব্যবহার এবং আপডেট আসতে থাকার ফলে iPhone 16 একটি স্থিতিশীল এবং ভরসাযোগ্য বিকল্প হয়ে উঠেছে। শুধু তা-ই নয়, লেটেস্ট আপডেট চলে এলে তা আরও স্থিতিশীল ডিভাইসে পরিণত হবে। আর iPhone 17-এর তুলনায় তা কোনও অংশে কম নয়।
advertisement
আসলে পারফরম্যান্সের দিক থেকে iPhone 16 কিন্তু দুর্ধর্ষ। এর মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, Wi-Fi 7 এবং ডেডিকেটেড একটি ক্যামেরা বাটনের মতো ফিচার। ফলে iPhone 16 হয়ে উঠতে পারে দারুণ এক আপগ্রেড। যাঁরা ফটোগ্রাফি করতে ভালবাসেন, তাঁদের জন্য এটি আদর্শ হতে চলেছে। এদিকে শোনা যাচ্ছে যে, iPhone 17-এর কোনও Plus মডেল থাকবে না। তবে iPhone 16-এর ক্ষেত্রে গ্রাহকরা পেয়ে যাবেন Plus মডেল। এক্ষেত্রে পছন্দ মতো মডেল এবং ব্যাটারি সাইজ বেছে নিয়ে পারবেন গ্রাহকরা।