Apple iOS 26: ঝড়ের গতিতে শেষ হচ্ছে iPhone-এর ব্যাটারি? এই সহজ সেটিংসটি অন করলেই আর চার্জার খুঁজতে হবে না

Last Updated:
iOS 26-এ এসেছে অ্যাডাপটিভ পাওয়ার মোড, যা পারফরম্যান্স কমানো ছাড়াই বাড়াবে আইফোনের ব্যাটারি ব্যাকআপ। কোন ডিভাইসে মিলবে ও কীভাবে অন করবেন, জেনে নিন বিস্তারিত
1/6
সম্প্রতি নতুন iOS 26 লঞ্চ করেছে Apple। একেবারে নতুন ডিজাইনের সঙ্গে একাধিক নয়া ফিচারও এতে যোগ হয়েছে। যদিও iOS 26 বর্তমানে পাওয়া যাচ্ছে বিটা ভার্সনে। এই পরিস্থিতিতে যাঁরা লেটেস্ট iOS ভার্সন ব্যবহার করছেন এবং iPhone-এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যায় জর্জরিত, তাঁদের একটি অত্যন্ত সহজ এবং উপযোগী সেটিং অন করতে হবে। তাহলেই সমস্যা নিমেষে দূর হবে।
সম্প্রতি নতুন iOS 26 লঞ্চ করেছে Apple। একেবারে নতুন ডিজাইনের সঙ্গে একাধিক নয়া ফিচারও এতে যোগ হয়েছে। যদিও iOS 26 বর্তমানে পাওয়া যাচ্ছে বিটা ভার্সনে। এই পরিস্থিতিতে যাঁরা লেটেস্ট iOS ভার্সন ব্যবহার করছেন এবং iPhone-এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যায় জর্জরিত, তাঁদের একটি অত্যন্ত সহজ এবং উপযোগী সেটিং অন করতে হবে। তাহলেই সমস্যা নিমেষে দূর হবে।
advertisement
2/6
আসলে নয়া আপডেটের ক্ষেত্রে একটি নতুন Adaptive Power Mode আনতে চলেছে Apple। যা বিদ্যমান Low Power Mode-এর সঙ্গে মিলে  iPhone-এর ব্যাটারি লাইফ উন্নত করবে। যদিও Low Power Mode-এ প্রচুর বিধিনিষেধ থাকে। তবে তার তুলনায় অনেকটাই আধুনিক এবং উন্নত Adaptive Power Mode। যা পারফরম্যান্স না হ্রাস করেই ভাল ব্যাটারি ব্যাকআপ দেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
আসলে নয়া আপডেটের ক্ষেত্রে একটি নতুন Adaptive Power Mode আনতে চলেছে Apple। যা বিদ্যমান Low Power Mode-এর সঙ্গে মিলে  iPhone-এর ব্যাটারি লাইফ উন্নত করবে। যদিও Low Power Mode-এ প্রচুর বিধিনিষেধ থাকে। তবে তার তুলনায় অনেকটাই আধুনিক এবং উন্নত Adaptive Power Mode। যা পারফরম্যান্স না হ্রাস করেই ভাল ব্যাটারি ব্যাকআপ দেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
advertisement
3/6
Adaptive Power Mode কী কাজ করে? যখন কেউ নিজের ডিভাইসটি প্রচণ্ড ব্যবহার করেন, তখন Adaptive Power Mode অটোমেটিক ভাবে বা নিজে থেকেই ছোট পারফরম্যান্স পরিবর্তন করে। এটি  iPhone-এর আয়ু বাড়াতে সাহায্য করে। Apple বলেছে যে, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডিসপ্লে ব্রাইটনেস অল্প পরিমাণে কমিয়ে দেওয়া অথবা কিছু কাজ সম্পন্ন করতে বেশি সময় লেগে যাওয়া। Low Power Mode-এর লিমিটেশন ছাড়াই এই ফিচারটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে চলে। যদিও ডিভাইসের ব্যাটারি ২০ শতাংশে নেমে গেলে Low Power Mode কিন্তু সক্রিয় থাকতে পারে।
Adaptive Power Mode কী কাজ করে? যখন কেউ নিজের ডিভাইসটি প্রচণ্ড ব্যবহার করেন, তখন Adaptive Power Mode অটোমেটিক ভাবে বা নিজে থেকেই ছোট পারফরম্যান্স পরিবর্তন করে। এটি  iPhone-এর আয়ু বাড়াতে সাহায্য করে। Apple বলেছে যে, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডিসপ্লে ব্রাইটনেস অল্প পরিমাণে কমিয়ে দেওয়া অথবা কিছু কাজ সম্পন্ন করতে বেশি সময় লেগে যাওয়া। Low Power Mode-এর লিমিটেশন ছাড়াই এই ফিচারটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে চলে। যদিও ডিভাইসের ব্যাটারি ২০ শতাংশে নেমে গেলে Low Power Mode কিন্তু সক্রিয় থাকতে পারে।
advertisement
4/6
শুধুমাত্র এই সমস্ত iPhone মডেলেই মিলবে এই নতুন সেটিংস: Apple ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে এই পাওয়ার মোড। যার অর্থ হল, শুধুমাত্র যেসব ডিভাইসে Apple-এর এআই সাপোর্ট রয়েছে, সেগুলিই এই সেটিংস ব্যবহার করতে পারবে। রইল সেই সব মডেলের তালিকা: iPhone 15 Pro, iPhone 15 Pro Max, iPhone 16e, iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max
শুধুমাত্র এই সমস্ত iPhone মডেলেই মিলবে এই নতুন সেটিংস: Apple ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে এই পাওয়ার মোড। যার অর্থ হল, শুধুমাত্র যেসব ডিভাইসে Apple-এর এআই সাপোর্ট রয়েছে, সেগুলিই এই সেটিংস ব্যবহার করতে পারবে। রইল সেই সব মডেলের তালিকা: iPhone 15 Pro, iPhone 15 Pro Max, iPhone 16e, iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max
advertisement
5/6
এই ফিচারটি iPhone 14 Pro অথবা তার আগের মডেলগুলির ক্ষেত্রে কাজ করবে না। কারণ এই মডেলগুলিতে এআই ফিচার নেই। আর এই ফিচার ব্যবহার করার জন্য ফোনে ইনস্টল করা থাকতে হবে iOS 26-এর বিটা ভার্সন।
এই ফিচারটি iPhone 14 Pro অথবা তার আগের মডেলগুলির ক্ষেত্রে কাজ করবে না। কারণ এই মডেলগুলিতে এআই ফিচার নেই। আর এই ফিচার ব্যবহার করার জন্য ফোনে ইনস্টল করা থাকতে হবে iOS 26-এর বিটা ভার্সন।
advertisement
6/6
Adaptive Power Mode অন করার উপায় কী? ১. এর জন্য প্রথমে নিজের iPhone-এ সেটিংস ওপেন করতে হবে। ২. এরপরে ব্যাটারি অপশনের উপর ট্যাপ করতে হবে। ৩. এবার Power Mode-এ ক্লিক করতে হবে ব্যবহারকারীকে। ৪. এরপর Adaptive Power Mode-এর জন্য টগল টার্ন অন করতে হবে।
Adaptive Power Mode অন করার উপায় কী? ১. এর জন্য প্রথমে নিজের iPhone-এ সেটিংস ওপেন করতে হবে। ২. এরপরে ব্যাটারি অপশনের উপর ট্যাপ করতে হবে। ৩. এবার Power Mode-এ ক্লিক করতে হবে ব্যবহারকারীকে। ৪. এরপর Adaptive Power Mode-এর জন্য টগল টার্ন অন করতে হবে।
advertisement
advertisement
advertisement