লকডাউনে নিশ্চিন্তে দেখুন টিভি, ফ্রি হয়ে গেল এইসব চ্যানেল !

Last Updated:
আগামী ২ মাসের জন্য ৪টি জনপ্রিয় পেড চ্যানেল এবার দেখুন ফ্রিতে
1/4
দেশ জুড়ে লকডাউন। এর মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর! IBF ঘোষণা করেছে যে আগামী ২ মাসের জন্য ৪টি জনপ্রিয় পেড চ্যানেল বিনামুল্যে দেখাবে কেবল ও ডিটিএইচ কোম্পানিগুলি।
দেশ জুড়ে লকডাউন। এর মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর! IBF ঘোষণা করেছে যে আগামী ২ মাসের জন্য ৪টি জনপ্রিয় পেড চ্যানেল বিনামুল্যে দেখাবে কেবল ও ডিটিএইচ কোম্পানিগুলি।
advertisement
2/4
IBF যে ৪টি চ্যানেল ফ্রিতে দেখাবে তাঁদের মধ্যে রয়েছে Sony Pal, Star India-র Star Utsav, Zee TV-র Zee Anmol আর Viacom18’s Colors-এর Colors Rishtey। ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন বিশ্বাস করে যে এই সিদ্ধান্তের ফলে সবাইল ঘরে বসে টিভিতে কিছু না কিছু দেখে সময় পার করতে পাড়বে।
IBF যে ৪টি চ্যানেল ফ্রিতে দেখাবে তাঁদের মধ্যে রয়েছে Sony Pal, Star India-র Star Utsav, Zee TV-র Zee Anmol আর Viacom18’s Colors-এর Colors Rishtey। ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন বিশ্বাস করে যে এই সিদ্ধান্তের ফলে সবাইল ঘরে বসে টিভিতে কিছু না কিছু দেখে সময় পার করতে পাড়বে।
advertisement
3/4
এর আগে এই গ্রাহকদের এই চ্যানেলগুলি দেখতে টাকা খরচা করতে হত। Sony Pal-এর জন্য ১ টাকা, Star Utsav-এর জনইয় ১ টাকা, Zee Anmol-এর জন্য ১ পয়সা আর Colors Rishtey-এর জন্য ১ টাকা।
এর আগে এই গ্রাহকদের এই চ্যানেলগুলি দেখতে টাকা খরচা করতে হত। Sony Pal-এর জন্য ১ টাকা, Star Utsav-এর জনইয় ১ টাকা, Zee Anmol-এর জন্য ১ পয়সা আর Colors Rishtey-এর জন্য ১ টাকা।
advertisement
4/4
ট্রাইয়ের তরফে বলা হয়েছে ২৯ ডিসেম্বরের পর চ্যানেলগুলি ব্ল্যাক আউট হয়ে যাবে বলে যে তথ্য প্রচার হচ্ছে, তা ভুল। টিভি পরিষেবায় আপাতত কোনও ব্যাঘাত ঘটবে না ৷ দর্শকরা যেসব টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন, তা ২৯ ডিসেম্বরের পরও দেখতে পাবেন। কেবল অপারেটরদের দৌরাত্ম্য বন্ধ করতে এবং গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমত টাকা আদায় করতে যাতে না পারা তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
ট্রাইয়ের তরফে বলা হয়েছে ২৯ ডিসেম্বরের পর চ্যানেলগুলি ব্ল্যাক আউট হয়ে যাবে বলে যে তথ্য প্রচার হচ্ছে, তা ভুল। টিভি পরিষেবায় আপাতত কোনও ব্যাঘাত ঘটবে না ৷ দর্শকরা যেসব টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন, তা ২৯ ডিসেম্বরের পরও দেখতে পাবেন। কেবল অপারেটরদের দৌরাত্ম্য বন্ধ করতে এবং গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমত টাকা আদায় করতে যাতে না পারা তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
advertisement