Apple I Phone Slash: জলের দরে আই ফোন, এবার আপনার পকেটেও, মাত্র ১৪,৯৪৮ টাকাতেই ফ্লিপকার্টে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Apple I Phone Slash: দ্রুত চড়চড় করে দাম বাড়ছে৷ আইফোনের লেটেস্ট সিরিজ 15-এর দাম এখন ১ লক্ষ টাকা ছাড়িয়েছে।
: অ্যাপল আইফোন - কথাটা বললেই সকলেরই চোখ চকচক করে৷ সকলেরই ইচ্ছা পকেট থেকে আইফোন বার করে কথা বলবেন বা ঝপ করে একটা ছবি তুলবেন৷ অ্যাপেল কোম্পানি প্রতি বছর তার নতুন সিরিজের iPhone লঞ্চ করে এবং প্রতি বছর এর দাম দ্রুত চড়চড় করে দাম বাড়ছে৷ আইফোনের লেটেস্ট সিরিজ 15-এর দাম এখন ১ লক্ষ টাকা ছাড়িয়েছে। কিন্তু আগের মডেলটি সস্তা হয় নতুন মডেলটি বার হলে৷ তাই আপনার যদি খুব ইচ্ছা থাকে একটি আইফোন পকেটে রাখার৷ আপনিও যদি সস্তা দামে একটি নতুন আইফোন কেনার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য মেগা অফার৷ ফ্লিপকার্ট দশেরার সেলে iPhone 14 ১৪,৯৪৮ টাকায় বিশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে৷
advertisement
advertisement
advertisement
এছাড়াও Flipkart আপনার পুরানো স্মার্টফোনের বদলে সর্বোচ্চ ৩৯,১৫০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। সবকটি অফার যদি মিলিয়ে দেন, তাহলে ডিসকাউন্টে আপনি মাত্র ১৪,৯৪৮ টাকায় Flipkart সেলে Apple iPhone 14 কিনতে পারবেন। এখানে মনে রাখা গুরুত্বপূর্ণ যে এক্সচেঞ্জ অফার সব ফোনের সেটের ক্ষেত্রে এক নয়। এক্সচেঞ্জ অফার পুরোটাই কোম্পানির সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে৷
advertisement
advertisement