Bajaj Auto Will Produce Husqvarna Vektorr: বিদেশি ব্র্যান্ড-এর দারুন দেখতে এই স্কুটার উত্পাদন হবে ভারতে, Bajaj পেল বড় বরাত

Last Updated:
Husqvarna Vektorr: বড় বরাত পেল দেশের সংস্থা বাজাজ। এবার বিদেশি ব্র্যান্ড-এর এই স্কুটার তৈরি হবে ভারতে।
1/6
ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট-এ এখন প্রতিযোগিতা জোরদার। আর তাই এবার বিদেশি ব্র্যান্ড Husqvarna বাজারে আনছে দারুন একটি স্কুটার। তবে সেটি আপাতত বিদেশের বাজারে লঞ্চ করা হবে।
ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট-এ এখন প্রতিযোগিতা জোরদার। আর তাই এবার বিদেশি ব্র্যান্ড Husqvarna বাজারে আনছে দারুন একটি স্কুটার। তবে সেটি আপাতত বিদেশের বাজারে লঞ্চ করা হবে।
advertisement
2/6
Husqvarna Vektorr নামের এই স্কুটার অসাধারন দেখতে। জানা যাচ্ছে, সংস্থা ভারতের বাজারেও এই মডেল লঞ্চ করতে পারে। তবে Husqvarna-র খুব বেশি মডেল এদেশে পাওয়া যায় না। সেক্ষেত্রে এই স্কুটার লঞ্চ হলে বাজারে চলবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
Husqvarna Vektorr নামের এই স্কুটার অসাধারন দেখতে। জানা যাচ্ছে, সংস্থা ভারতের বাজারেও এই মডেল লঞ্চ করতে পারে। তবে Husqvarna-র খুব বেশি মডেল এদেশে পাওয়া যায় না। সেক্ষেত্রে এই স্কুটার লঞ্চ হলে বাজারে চলবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
advertisement
3/6
Husqvarna Vektorr উত্পাদনের বরাত পেল ভারতীয় সংস্থা বাজাজ। এবার বাজাজ অটোমোবাইল-এর পুনের প্ল্যান্টে এই স্কুটার উত্পাদন করা হবে। তবে এই মডেল আপাতত ভারতের বাজারে আসছে না। কবে নাগাদ আসবে তারও কোনও খবর নেই।
Husqvarna Vektorr উত্পাদনের বরাত পেল ভারতীয় সংস্থা বাজাজ। এবার বাজাজ অটোমোবাইল-এর পুনের প্ল্যান্টে এই স্কুটার উত্পাদন করা হবে। তবে এই মডেল আপাতত ভারতের বাজারে আসছে না। কবে নাগাদ আসবে তারও কোনও খবর নেই।
advertisement
4/6
Husqvarna Vektorr স্কুটার টেস্ট ড্রাইভের সময় কয়েকবার ভারতের রাস্তায় দেখা গিয়েছিল। তখন অনেকে মনে করেছিলেন, এই মডেল ভারতের বাজারে লঞ্চ করবে। তবে সেটা আপাতত হচ্ছে না। পুণের প্ল্যান্টে বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার উত্পাদব হচ্ছে। সেখানে এবার এই মডেল উত্পাদন হবে একইসঙ্গে।
Husqvarna Vektorr স্কুটার টেস্ট ড্রাইভের সময় কয়েকবার ভারতের রাস্তায় দেখা গিয়েছিল। তখন অনেকে মনে করেছিলেন, এই মডেল ভারতের বাজারে লঞ্চ করবে। তবে সেটা আপাতত হচ্ছে না। পুণের প্ল্যান্টে বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার উত্পাদব হচ্ছে। সেখানে এবার এই মডেল উত্পাদন হবে একইসঙ্গে।
advertisement
5/6
এই মডেল ভারতের বাজারে এলে প্রতিযোগিতা তৈরি হবে। কারণ লুকস-এর দিক থেকে এই মডেল যে কোনও স্কুটারকে টেক্কা দিতে পারে।
এই মডেল ভারতের বাজারে এলে প্রতিযোগিতা তৈরি হবে। কারণ লুকস-এর দিক থেকে এই মডেল যে কোনও স্কুটারকে টেক্কা দিতে পারে।
advertisement
6/6
ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে ভারতের বাজারে এখন প্রতিযোগিতা বাড়ছে। ওলার স্কুটার পছন্দ করছেন বহু মানুষ। তবে টিভিএস, বাজাজ-এর মতো দেশী সংস্থাগুলিও ইলেকট্রিক স্কুটার উত্পাদন শুরু করেছে।
ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে ভারতের বাজারে এখন প্রতিযোগিতা বাড়ছে। ওলার স্কুটার পছন্দ করছেন বহু মানুষ। তবে টিভিএস, বাজাজ-এর মতো দেশী সংস্থাগুলিও ইলেকট্রিক স্কুটার উত্পাদন শুরু করেছে।
advertisement
advertisement
advertisement