স্মার্টফোন ছাড়া এখন অনেকেরই একটা দিনও কাটে না। আর স্মার্টফোন মানেই মোবাইল ডেটা। হাতে মোবাইল থাকলে সারাদিন মনোরঞ্জনের অভাব নেই। তবে ডেটা অনেক সময় সঙ্গ দেয় না। প্রয়োজেনর সময় ফুরিয়ে যায়। যাঁদের বাড়িতে ওয়াই ফাই রয়েছে তাঁদের চিন্তা নেই। তবে শুধু মোবাইল ডেটা যাঁদের ভরসা, তাঁদের কাছে ডেটা শেষ হয়ে যাওয়া বড় সমস্যা।
অনেক সময় ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ চলতে থাকে। সেগুলো নিজেদের আপডেট করে নিচ্ছে আপনার আজান্তেই। সেটিংসে গিয়ে এটি পরিবর্তন করা যেতে পারে। এর জন্য আপনাকে শুধুমাত্র WiFi এর মাধ্যমে Auto Update Apps নির্বাচন করতে হবে। এতে আপনার ফোনের অ্যাপগুলি শুধুমাত্র Wi-Fi-এ আপডেট হবে। মোবাইল ডেটা খরচ হবে না।