Tech News: ইনস্টাগ্রামে নতুন, খুব সহজ পদ্ধতিতে ভুল পোস্টগুলো মুছে ফেলতে পারবেন!
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়াই সব। কিন্তু দক্ষ হাতে সোশ্যাল মিডিয়া পরিচালনাও তো করতে হবে। কাঁড়ি কাঁড়ি ফিচার। সময়ে সময়ে আপডেট। এসবের মাঝে কনটেন্টের দফারফা।
advertisement
একসঙ্গে অনেক পোস্ট ডিলিট বা আর্কাইভ করার সুবিধা ইউজারদের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ইউজাররা কনটেন্ট পরিচালনার প্রক্রিয়াটিকে নদীর ধারার মতো বহমান রাখতে চান। কনটেন্ট ক্রিয়েটর হোক, ইনফ্লুয়েন্সার বা নেহাতই সাধারণ ইউজার, এই ফিচারে পুরনো কনটেন্ট ডিলিট করার বা ফিডকে কার্যকরভাবে সংগঠিত করার সবচেয়ে সুবিধাজনক উপায়।
advertisement
একাধিক Instagram পোস্ট একসঙ্গে ডিলিট বা আর্কাইভ করার পদ্ধতি: প্রথমে মোবাইলে Instagram App খুলতে হবে। স্ক্রিনের নীচে ডানদিকের কোণে আইকন বাটনে ক্লিক করে ঢুকতে হবে প্রোফাইলে।মেনুতে ঢোকার জন্য উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।এবার ক্লিক করতে হবে ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে।এবার দ্বিতীয় লাইনের ‘ফটো অ্যান্ড ভিডিও’ অপশন বাছতে হবে।সমস্ত পোস্ট দেখার জন্য ক্লিক করতে হবে ‘পোস্ট’ বাটনে।ইউজার যে পোস্টগুলো ডিলিট করতে চান, সেগুলো বাছার জন্য ক্লিক করতে হবে ‘সর্ট অ্যান্ড ফিল্টার’ অপশনে।পোস্ট বাছা হয়ে গেলে উপরের ডান দিকে ‘সিলেক্ট’ অপশনে ক্লিক করতে হবে।এবার প্রয়োজন অনুযায়ী ‘আর্কাইভ’ বা ‘ডিলিট’, ইউজার যেটা চান, সেই অপশনে ক্লিক করলেই হবে।
advertisement
advertisement