Whatsapp Deleted Message Recovery: ডিলিটেড মেসেজ দেখতে আগ্রহী? নিজের ফোনের সেটিংস বদলেই দেখতে পাবেন, পদ্ধতি জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
How to Check Deleted Message from Whatsapp: কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই, ফোন থেকেই সরাসরি দেখতে পাবেন ডিলিট করা মেসেজ৷
একবার WhatsApp থেকে ডিলিট করা মেসেজ পড়া প্রায় অসম্ভব৷ অনেক ক্ষেত্রেই হয় যে জরুরি মেসেজ মুছে গেলে তা আর পড়া যায় না৷ আবার কারও পাঠানো মেসেজ মুছে যাওয়ায়, তা আপনি দেখতে পাচ্ছেন না৷ তবে এমন পরিস্থিতিতেও উপায় রয়েছে৷ যার যেরে খুব সহজে পড়তে পারবেন মুছে যাওয়া বা মুছে দেওয়া মেসেজ৷ এবং এর জন্য কোনও থার্ড পার্টি অ্যাপেরও প্রয়োজন নেই৷
advertisement
বিশ্বব্যাপী WhatsApp-এর জনপ্রিয়তা রয়েছে৷ দ্রুত মেসেজ পাঠানোর এই অ্যাপ সকলের ফোনেই রয়েছে৷ এতে, ইউজারদের গোপনীয়তার জন্য অনেকগুলি বৈশিষ্ট্য বা ফিচার রয়েছে। এর মধ্যে একটি হল Delete for everyone. এই ফিচারের মাধ্যমে ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এই কারণে, মেসেজগুলো কেবল প্রেরকের নয়, প্রাপকের পক্ষ থেকেও মুছে ফেলা হয়। তবে, কিছু যে লিখে মুছে ফেলা হয়েছে, সেটা বোঝা যায়৷ সেখানে লেখা থাকে মেসেজ ডিলিটেড৷
advertisement
কী লেখা মুছে ফেলা হল, তা জানতে অনেক সময়ই আগ্রহ থাকে৷ এটি ট্র্যাক করার জন্য গুগল প্লে স্টোরে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে। ডিলিট করা মেসেজ এই অ্যাপের মাধ্যমে পড়া যাবে। কিন্তু, এভাবে মেসেজ পড়লে আপনার ফোনের প্রাইভেসিতে সমস্যা হতে পারে৷ সাধারণত থার্ড পার্টি অ্যাপে ভাইরাস সমস্যা হতে পারে ফোনে৷ এই ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই৷ এমন একটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে ডিলিট করা মেসেজ পড়ার জন্য আপনার কোনও থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না।
advertisement
advertisement
advertisement