Mobile Charger Expiry Date: মোবাইল চার্জারেরও কি 'এক্সপায়ারি ডেট' হয়? মেয়াদ শেষ বুঝবেন কীভাবে? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর, আপনি জানেন?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Original vs Fake Charger: নকল চার্জার ব্যবহারের ঝুঁকি থেকে বাঁচতে এখনই জেনে নিন আপনার চার্জারটি আসল কিনা। কীভাবে চার্জারের মেয়াদ এবং নিরাপত্তা যাচাই করবেন সহজেই জেনে নিন
অনেক সময় আমরা নতুন চার্জার কিনে থাকি। তা ফেক বা ডুপ্লিকেট হওয়ার আশঙ্কা থেকে যায়। বেশিরভাগ ব্যবহারকারীরাই এই বিষয়ে বিশেষ কিছু জানেনই না। তবে ভাল বিষয় হল, চার্জার আসল না কি নকল, সেটা বোঝার উপায়টা কিন্তু বেশ সহজ। চার্জারের এক্সপায়ারি ডেট দেখে নিতে পারবেন ব্যবহারকারীরা। আর এটা দেখলেই বোঝা যাবে যে, চার্জারটি নিরাপদ এবং ভরসাযোগ্য!
advertisement
স্মার্টফোনের চার্জার: ক্রমবর্ধমান উদ্বেগ - বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনের ব্র্যান্ডই ডিভাইসের সঙ্গে আর চার্জার দেয় না। বিশেষ করে আমরা যখন ফ্ল্যাগশিপ মডেলের কথা বলি, তখন তো বটেই! এর মধ্যে অন্যতম হল OnePlus, Realme এবং আরও বেশ কিছু নামীদামি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেল। এর ফলে বাইরে থেকেই আলাদা করে চার্জার কিনতে হয় ব্যবহারকারীদের। যার জন্য বেশ ভাল টাকাই খরচ হয়। যদিও আসল এবং নকল চার্জারের মধ্যে ফারাক করাটা বেশ মুশকিলই!
advertisement
আসলে দৈনন্দিন কাজের জন্য আজকাল অপরিহার্য হয়ে উঠছে স্মার্টফোন। অনলাইন পেমেন্ট, শপিং, টিকিট বুকিং এবং এন্টারটেনমেন্ট- সব কিছুই আজকাল মুঠোফোনের দৌলতে হাতের মুঠোয় চলে এসেছে। সেই কারণে ভরসাযোগ্য এবং আসল চার্জারই ব্যবহার করা উচিত। কারণ হাই কোয়ালিটি অরিজিনাল চার্জার ফোনের পারফরম্যান্স এবং দীর্ঘায়ুর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement