Homely Hearing Test: সতর্ক না হলে পস্তাতে হবে! হেডফোনের ভলিউম বাড়িয়ে শোনেন? বুঝে নিন আপনার কানের সহ্য ক্ষমতা
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
উচ্চ ভলিউমের ঝুঁকি বিস্তর। তাহলে হেডফোনে গান শোনার জন্য সঠিক ভলিউম বোঝার উপায় কী?
advertisement
রিঙ্গিং টেস্ট: এটা খুব সহজ একটা পরীক্ষা। একজোড়া ফোমের ইয়ার প্লাগ আর যথাযথ সেটিংস দরকার শুধু। ২-৩ দিন হেডফোন ব্যবহার বন্ধ রাখতে হবে। তারপর নিরিবিলি ঘরে গিয়ে কানে ইয়ারফোন লাগাতে হবে। এবার মন দিতে হবে শ্বাস প্রশ্বাসের শব্দে। এই সময় কানে খুব হালকা একটা শব্দ আসবে। এটাই কানের বেসলাইন লেভেল। পরেরদিন স্বাভাবিক হেডফোন ব্যবহারের পর সন্ধ্যায় ফের এই পরীক্ষা করতে হবে। সেই সময় আওয়াজ যদি আগের দিনের চেয়ে বেশি আসে, তাহলে বুঝতে হবে হেডফোনের ভলিউম বেশি ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement