Home Cooling Tips: গরমে ঘর হবে কনকনে ঠান্ডা, পকেটেও চাপ পড়বে না, আজই আনুন সস্তার এই বাম্পার কুলার!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Home Cooling Tips: মুর্শিদাবাদের খড়গ্রামের নগরে এই কুলার তৈরি করা হচ্ছে। যা স্বল্প বিদ্যুৎ খরচে মিলবে স্বস্তি।
advertisement
advertisement
advertisement
এসি চালাতে গিয়েও আবার দিগ্বিদিক ভাবতে হচ্ছে। কারণ, মাসের শেষে যা ইলেকট্রিক বিল আসছে, তাতে করে হয়তো আর একটা এসি কেনা হয়ে যেত। এদিকে এসির দামও বেড়ে গিয়েছে মাত্রাতিরিক্ত হারে। মধ্যবিত্তকে এখন একটা এসি কেনার আগে কয়েক বার ভাবতে হচ্ছে। শুধু এসি কেন, কুলারের দামটাও যে হারে বেড়েছে তা অনেকের জন্যই সমস্যার।
advertisement
তবে এবার মধ্যবিত্ত কথা মাথায় রেখে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হচ্ছে কুলার। নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে এই কুলার তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে। যা মিলছে আট হাজার টাকার মধ্যেই। বিদ্যুৎ বিলের কথা মাথায় রেখে বিদ্যুৎ কম টানবে এই কুলার চালালে মত প্রস্তুত কারকদের। আর এই কুলার তৈরির পর বাজারে বিক্রি হচ্ছে বেশ ভালোই। জানাচ্ছেন বিক্রেতারা। (তথ্য-কৌশিক অধিকারী