Home Cooling Tips: গরমে ঘর হবে ​কনকনে ঠান্ডা, পকেটেও চাপ পড়বে না, আজই আনুন সস্তার এই বাম্পার কুলার!

Last Updated:
Home Cooling Tips: মুর্শিদাবাদের খড়গ্রামের নগরে এই কুলার তৈরি করা হচ্ছে। যা স্বল্প বিদ্যুৎ খরচে মিলবে স্বস্তি।
1/5
গ্রীষ্মের তীব্র তাপ যতই ঘনিয়ে আসছে, শীতল এবং আরামদায়ক স্থানগুলিকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য হয়ে উঠেছে, বিশেষ করে বঙ্গে তাপপ্রবাহের জেরে কার্যত নাজেহাল বঙ্গবাসী, মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে। ঘরে থাকার সময় তাপ থেকে বাঁচতে চান?
গ্রীষ্মের তীব্র তাপ যতই ঘনিয়ে আসছে, শীতল এবং আরামদায়ক স্থানগুলিকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য হয়ে উঠেছে, বিশেষ করে বঙ্গে তাপপ্রবাহের জেরে কার্যত নাজেহাল বঙ্গবাসী, মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে। ঘরে থাকার সময় তাপ থেকে বাঁচতে চান?
advertisement
2/5
তাহলে স্বল্প খরচে তৈরি কুলার রাখতে পারেন। যা তৈরি চলছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের খড়গ্রামের নগরে এই কুলার তৈরি করা হচ্ছে। যা স্বল্প বিদ্যুৎ খরচে মিলবে স্বস্তি।
তাহলে স্বল্প খরচে তৈরি কুলার রাখতে পারেন। যা তৈরি চলছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের খড়গ্রামের নগরে এই কুলার তৈরি করা হচ্ছে। যা স্বল্প বিদ্যুৎ খরচে মিলবে স্বস্তি।
advertisement
3/5
বর্তমানে গরমে প্রাণ যায় যায় অবস্থা, প্রাণ যায় অবস্থা সাধারণ মানুষের। মিনিট পাঁচেক হাঁটতে গিয়েই মাথার ঘাম পায়ে ছোটার উপক্রম হচ্ছে আম জনতার। গরমে এমন অবস্থা যে বাইরে ও ঘরে কোথাও শান্তি নেই। এমন গরম থেকে বাঁচার একমাত্র উপায় হল এসি। কিন্তু, এসির দাম বেশি হওয়ায় অনেকেই কুলার ব্যবহার করছেন।
বর্তমানে গরমে প্রাণ যায় যায় অবস্থা, প্রাণ যায় অবস্থা সাধারণ মানুষের। মিনিট পাঁচেক হাঁটতে গিয়েই মাথার ঘাম পায়ে ছোটার উপক্রম হচ্ছে আম জনতার। গরমে এমন অবস্থা যে বাইরে ও ঘরে কোথাও শান্তি নেই। এমন গরম থেকে বাঁচার একমাত্র উপায় হল এসি। কিন্তু, এসির দাম বেশি হওয়ায় অনেকেই কুলার ব্যবহার করছেন।
advertisement
4/5
এসি চালাতে গিয়েও আবার দিগ্বিদিক ভাবতে হচ্ছে। কারণ, মাসের শেষে যা ইলেকট্রিক বিল আসছে, তাতে করে হয়তো আর একটা এসি কেনা হয়ে যেত। এদিকে এসির দামও বেড়ে গিয়েছে মাত্রাতিরিক্ত হারে। মধ্যবিত্তকে এখন একটা এসি কেনার আগে কয়েক বার ভাবতে হচ্ছে। শুধু এসি কেন, কুলারের দামটাও যে হারে বেড়েছে তা অনেকের জন্যই সমস্যার।
এসি চালাতে গিয়েও আবার দিগ্বিদিক ভাবতে হচ্ছে। কারণ, মাসের শেষে যা ইলেকট্রিক বিল আসছে, তাতে করে হয়তো আর একটা এসি কেনা হয়ে যেত। এদিকে এসির দামও বেড়ে গিয়েছে মাত্রাতিরিক্ত হারে। মধ্যবিত্তকে এখন একটা এসি কেনার আগে কয়েক বার ভাবতে হচ্ছে। শুধু এসি কেন, কুলারের দামটাও যে হারে বেড়েছে তা অনেকের জন্যই সমস্যার।
advertisement
5/5
তবে এবার মধ্যবিত্ত কথা মাথায় রেখে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হচ্ছে কুলার। নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে এই কুলার তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে। যা মিলছে আট হাজার টাকার মধ্যেই। বিদ্যুৎ বিলের কথা মাথায় রেখে বিদ্যুৎ কম টানবে এই কুলার চালালে মত প্রস্তুত কারকদের। আর এই কুলার তৈরির পর বাজারে বিক্রি হচ্ছে বেশ ভালোই। জানাচ্ছেন বিক্রেতারা। (তথ্য-কৌশিক অধিকারী
তবে এবার মধ্যবিত্ত কথা মাথায় রেখে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হচ্ছে কুলার। নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে এই কুলার তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে। যা মিলছে আট হাজার টাকার মধ্যেই। বিদ্যুৎ বিলের কথা মাথায় রেখে বিদ্যুৎ কম টানবে এই কুলার চালালে মত প্রস্তুত কারকদের। আর এই কুলার তৈরির পর বাজারে বিক্রি হচ্ছে বেশ ভালোই। জানাচ্ছেন বিক্রেতারা। (তথ্য-কৌশিক অধিকারী
advertisement
advertisement
advertisement