ফ্রি-তে চালান তিন দিন, পছন্দ হলে মাত্র ৫ হাজার টাকায় ঘরে আনুন এই স্কুটার

Last Updated:
Hero Vida V1 Electric Scooter: তিনদিন চালান ফ্রি-তে। তার পর সিদ্ধান্ত নিন, কিনবেন কি না!
1/5
ভারতে তাদের প্রথম ই-স্কুটার লঞ্চ করল হিরো মোটোকর্প। Hero Vida V1-এ একের পর এক ফিচার্স পাবেন গ্রাহকরা।
ভারতে তাদের প্রথম ই-স্কুটার লঞ্চ করল হিরো মোটোকর্প। Hero Vida V1-এ একের পর এক ফিচার্স পাবেন গ্রাহকরা।
advertisement
2/5
V1 Plus এবং V1 Pro- আপাতত এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই স্কুটার। V1 Pro-তে 3.94 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে। V1 Plus-এ থাকবে 3.44 kWh ব্যাটারি। TVS iQube এবং OLA S1 Pro-এর মতো স্কুটারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে এই মডেল।
V1 Plus এবং V1 Pro- আপাতত এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই স্কুটার। V1 Pro-তে 3.94 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে। V1 Plus-এ থাকবে 3.44 kWh ব্যাটারি। TVS iQube এবং OLA S1 Pro-এর মতো স্কুটারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে এই মডেল।
advertisement
3/5
কোম্পানি Vida V1 Plus-এর দাম রেখেছে ১.৪৫ লক্ষ টাকা। V1 Pro-এর দাম ১.৫৯ লক্ষ টাকা। ১০ অক্টোবর থেকে বুকিং শুরু হবে। গ্রাহকরা মাত্র ৪৯৯৯ টাকায় বুক করতে পারবেন।
কোম্পানি Vida V1 Plus-এর দাম রেখেছে ১.৪৫ লক্ষ টাকা। V1 Pro-এর দাম ১.৫৯ লক্ষ টাকা। ১০ অক্টোবর থেকে বুকিং শুরু হবে। গ্রাহকরা মাত্র ৪৯৯৯ টাকায় বুক করতে পারবেন।
advertisement
4/5
Vida V1 Pro স্কুটার সম্পূর্ণ চার্জে ১৬৫ কিলোমিটার রাস্তা পার করবে। এটি ৩.২ সেকেন্ডে ০ থেকে ৪০kmph গতি তুলতে পারবে।। Vida V1 Plus-এর ফুল চার্জ রেঞ্জ ১৪৩ কিমি। এটি ৩.৪ সেকেন্ডে ০ থেকে ৪০kmph গতি তুলতে পারবে। দুটিয় স্কুটারের সর্বোচ্চ গতি ৮০KM প্রতি ঘন্টা।
Vida V1 Pro স্কুটার সম্পূর্ণ চার্জে ১৬৫ কিলোমিটার রাস্তা পার করবে। এটি ৩.২ সেকেন্ডে ০ থেকে ৪০kmph গতি তুলতে পারবে।। Vida V1 Plus-এর ফুল চার্জ রেঞ্জ ১৪৩ কিমি। এটি ৩.৪ সেকেন্ডে ০ থেকে ৪০kmph গতি তুলতে পারবে। দুটিয় স্কুটারের সর্বোচ্চ গতি ৮০KM প্রতি ঘন্টা।
advertisement
5/5
কোম্পানি Vida V1 এর জন্য গ্রাহকদের ৭০% পর্যন্ত বাইব্যাক প্ল্যান অফার করছে। এছাড়াও গ্রাহকরা ৭২ ঘন্টা বা ৩ দিন পর্যন্ত টেস্ট রাইড প্ল্যানও পেতে পারেন। অর্থাৎ, এই স্কুটারটি ৩ দিনের জন্য পরীক্ষা করুন, তার পর কেনার সিদ্ধান্ত নিন।
কোম্পানি Vida V1 এর জন্য গ্রাহকদের ৭০% পর্যন্ত বাইব্যাক প্ল্যান অফার করছে। এছাড়াও গ্রাহকরা ৭২ ঘন্টা বা ৩ দিন পর্যন্ত টেস্ট রাইড প্ল্যানও পেতে পারেন। অর্থাৎ, এই স্কুটারটি ৩ দিনের জন্য পরীক্ষা করুন, তার পর কেনার সিদ্ধান্ত নিন।
advertisement
advertisement
advertisement