Hacking: ফোনে কথা বলার সময় এই ৩টি ভুল করলেই সর্বনাশ! চুরি হয়ে যেতে পারে ব্যাঙ্কের সব টাকা!
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Hacking: ফোনে কথা বলার সময় এই কাজ ভুলেও করবেন না! ব্যাঙ্কের সব টাকা চুরি হয়ে যাবে!
আজকাল আমরা প্রতিদিনই হ্যাকিং সংক্রান্ত কিছু না কিছু খবর শুনতে পাই। প্রতারকরা ক্রমাগত নতুন নতুন কৌশল নিয়ে আসে, যাতে নতুন ভাবে হ্যাকিং করা যায়। আমরা ইন্টারনেট জগতের সব কিছুর উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে, এটি ছাড়া এখন কোনও কাজই করা যায় না। তাই কেউ হ্যাকিংয়ের শিকার যাতে না হন, তার জন্য কিছু জিনিস বিশেষ ভাবে মনে রাখা উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কল চলাকালীন অনেক সময় হ্যাকাররা বলে যে, যদি প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হয়, তাহলে একটি সেটিং বন্ধ করতে হবে। সেটিংটি বন্ধ করতে হ্যাকার ফোনে নিজেই নেটব্যাঙ্কিং বা ব্যাঙ্কের অ্যাপ খুলতে বলে, যাতে ধাপে ধাপে গাইড করা যায় এবং সেটিং পরিবর্তন করা যায়। তবে ব্যবহারকারীদের এই জাতীয় বিষয়ে জড়ানোর দরকার নেই।photo source collected
advertisement






