

অ্যাপগুলো কী ভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, ভেঙে দিচ্ছে ব্যক্তিগত প্রাচীর, তা নিয়ে অনেক দিন ধরেই তুমুল বাদ-প্রতিবাদ চলছে। সম্প্রতি যার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে WhatsApp। কিন্তু সত্যি বলতে কী, একই রকম সমালোচনার মুখে রয়েছে বিশ্ব জুড়ে Google Map-ও। সংস্থার এই ম্যাপে Street View নামে যে অংশ আছে, সেখানে স্পষ্ট দেখা যায় কোনও লোকেশনের কোনও বাড়ি। অনেকটা ভিডিও দেখার মতো করেই!


এবং সেটাই প্রশ্নের মুখে ফেলে আমাদের নিরাপত্তা আর ব্যক্তিগত পরিসরকে। আমরা চাই বা না চাই, Google Street View-তে সবাই স্পষ্ট দেখতে পাবে আমাদের বাড়ি। এর জেরে খুব সহজেই কেউ চাইলে বাড়ির উপরে নজর রাখতে পারে। যা পরিবারের সদস্যদের পক্ষে বিপজ্জনকও সাব্যস্ত হয়ে উঠতে পারে যে কোনও দিন। এই অসুবিধা থেকে রেহাই পাওয়ার জন্য সহজেই ব্লার বা আবছা করে দেখা যায় Google Street View-তে নিজের বাড়ি।


এর জন্য সবার প্রথমে নিজের বাড়ির ঠিকানা টাইপ করতে হবে Google Map-এ। এবার স্ক্রিনের নিচে ডান দিকে যে হলুদ রঙের মানুষের মতো আইকনটা আছে, সেটা টেনে বাড়ির সামনে নিয়ে এলে Google Street View চালু হয়ে যাবে। নিজের বাড়ি চিনে নিয়ে স্ক্রিনের নিচে ডানদিকে Report a problem অপশনে ক্লিক করতে হবে।


মাঝের লাল বক্সে বাড়িটা সেট করতে হবে। এবার Request blurring অপশন থেকে বেছে নিতে হবে My home। Google জানতে চাইবে কেন আপনি বাড়িটা আবছা করে দিতে চাইছেন। সিকিউরিটির জন্য, এটা টাইপ করাই ঠিক হবে। এর পর ই-মেইল অ্যাড্রেস দিয়ে রিকোয়েস্ট সাবমিট করে দিতে হবে।


মাথায় রাখা দরকার- একবার আবছা করে দেওয়ার পর আর কিন্তু বাড়ি Google Street View-তে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। পরের ধাপে Google মেইল করে বাড়ি আবছা হয়ে গিয়েছে, সেটা কনফার্ম করতে পারে। বা নতুন করে এরকম করার কারণ জানতে চাইতে পারে। সেক্ষেত্রে গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফের যেতে হবে। এই দফায় পুরো বাড়ি বা বাড়ির কোনও বিশেষ অংশ চাইলে আবছা করে দেওয়া যাবে।