Google: ফ্রি-র দিন ফুরলো! গুগল সার্চের জন্য এবার থেকে টাকা দিতে হবে? নয়া রিপোর্ট সামনে আসতেই বিরাট শোরগোল

Last Updated:
Google Search: দীর্ঘদিন ধরে বিনামূল্যে পরিষেবা দিয়ে আসছে এই সার্চ ইঞ্জিন। তবে এবার কি ফ্রি-র দিন ফুরলো? সার্চ করার জন্য এবার থেকে কি চার্জ দিতে হবে? ফাইন্যান্সিয়াল টাইমস-এর রিপোর্ট সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে।
1/8
রোগা হতে চাইলে কী খাওয়া উচিত? কাছেপিঠে সস্তায় কোথায় ঘোরা যায়? অরগ্যানিক রঙ তৈরি করতে কী কী লাগে? মনে কোনও প্রশ্ন জাগলে গুগল খুলে দেখে নিলেই হল।
রোগা হতে চাইলে কী খাওয়া উচিত? কাছেপিঠে সস্তায় কোথায় ঘোরা যায়? অরগ্যানিক রঙ তৈরি করতে কী কী লাগে? মনে কোনও প্রশ্ন জাগলে গুগল খুলে দেখে নিলেই হল।
advertisement
2/8
দীর্ঘদিন ধরে বিনামূল্যে পরিষেবা দিয়ে আসছে এই সার্চ ইঞ্জিন। তবে এবার কি ফ্রি-র দিন ফুরলো? সার্চ করার জন্য এবার থেকে কি চার্জ দিতে হবে? ফাইন্যান্সিয়াল টাইমস-এর রিপোর্ট সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে।
দীর্ঘদিন ধরে বিনামূল্যে পরিষেবা দিয়ে আসছে এই সার্চ ইঞ্জিন। তবে এবার কি ফ্রি-র দিন ফুরলো? সার্চ করার জন্য এবার থেকে কি চার্জ দিতে হবে? ফাইন্যান্সিয়াল টাইমস-এর রিপোর্ট সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে।
advertisement
3/8
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গুগল এবার থেকে জেনারেটিভ সার্চ অর্থাৎ সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স (এসজিই)-এর জন্য পেড মডেল আনতে চলেছে। আর্থাৎ এআই ভিত্তিক সার্চের জন্য এবার থেকে টাকা দিতে হবে।
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গুগল এবার থেকে জেনারেটিভ সার্চ অর্থাৎ সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স (এসজিই)-এর জন্য পেড মডেল আনতে চলেছে। আর্থাৎ এআই ভিত্তিক সার্চের জন্য এবার থেকে টাকা দিতে হবে।
advertisement
4/8
প্রতিবেদনে বলা হয়েছে, গুগল তার এআই সার্চ টুলের জন্য টাকা নেওয়ার কথা বিবেচনা করছে। যদিও এই নিয়ে গুগল এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে অনেক এআই কোম্পানিই এআই টুলের জন্য টাকা নিচ্ছে। গুগলও সেই পথে হাঁটলে আশ্চর্য হওয়ার কিছু নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, গুগল তার এআই সার্চ টুলের জন্য টাকা নেওয়ার কথা বিবেচনা করছে। যদিও এই নিয়ে গুগল এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে অনেক এআই কোম্পানিই এআই টুলের জন্য টাকা নিচ্ছে। গুগলও সেই পথে হাঁটলে আশ্চর্য হওয়ার কিছু নেই।
advertisement
5/8
কেন বিনামূল্যে এআই পরিষেবা তুলে দেওয়ার কথা ভাবছে গুগল? ওপেন এআই চ্যাট জিপিটি গুগলকে তীব্র প্রতিযোগিতার মুখে ফেলেছে। তাদের সঙ্গে লড়তে হলে গুগলকে আরও উন্নত এআই নিয়ে আসতে হবে। তার গবেষনার জন্য টাকা প্রয়োজন।
কেন বিনামূল্যে এআই পরিষেবা তুলে দেওয়ার কথা ভাবছে গুগল? ওপেন এআই চ্যাট জিপিটি গুগলকে তীব্র প্রতিযোগিতার মুখে ফেলেছে। তাদের সঙ্গে লড়তে হলে গুগলকে আরও উন্নত এআই নিয়ে আসতে হবে। তার গবেষনার জন্য টাকা প্রয়োজন।
advertisement
6/8
ইতিমধ্যেই কোম্পানি এআই টুল ডেভেলপ করার জন্য বিশাল টাকা খরচ করেছে। এবার সেই টাকা তুলতে হবে। ফাইন্যান্সিয়াল টাইমস-এর রিপোর্টে বলা হয়েছে, “গুগলের সাধারণ সার্চ চিরকাল বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন ইউজাররা। তবে যদি কেউ জেনারেটিভ এআই সার্চ ব্যবহার করেন, তাহলে টাকা দিতে হবে”
ইতিমধ্যেই কোম্পানি এআই টুল ডেভেলপ করার জন্য বিশাল টাকা খরচ করেছে। এবার সেই টাকা তুলতে হবে। ফাইন্যান্সিয়াল টাইমস-এর রিপোর্টে বলা হয়েছে, “গুগলের সাধারণ সার্চ চিরকাল বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন ইউজাররা। তবে যদি কেউ জেনারেটিভ এআই সার্চ ব্যবহার করেন, তাহলে টাকা দিতে হবে”
advertisement
7/8
গুগল অ্যাপ খুললেই কোণে লাল বিন্দু-সহ একটা জার দেখা যায়। এটাই জেনারেটিভ এআই সার্চ। গুগল জানিয়েছে, তারা বিজ্ঞাপন মুক্ত সার্চ টুল নিয়ে কাজ করছে, যাতে ইউজারদের প্রিমিয়াম পরিষেবা প্রদান করা যায়।
গুগল অ্যাপ খুললেই কোণে লাল বিন্দু-সহ একটা জার দেখা যায়। এটাই জেনারেটিভ এআই সার্চ। গুগল জানিয়েছে, তারা বিজ্ঞাপন মুক্ত সার্চ টুল নিয়ে কাজ করছে, যাতে ইউজারদের প্রিমিয়াম পরিষেবা প্রদান করা যায়।
advertisement
8/8
এখানে বলে রাখা ভাল, গুগল গত বছরের অগাস্টে এআই এসজিই চালু করেছিল, যা বর্তমানে ইউজারদের ব্যবহারের জন্য উপলবদ্ধ। এটা অন করলে ইউজাররা আরও সঠিক ফলাফল পেতে পারেন।
এখানে বলে রাখা ভাল, গুগল গত বছরের অগাস্টে এআই এসজিই চালু করেছিল, যা বর্তমানে ইউজারদের ব্যবহারের জন্য উপলবদ্ধ। এটা অন করলে ইউজাররা আরও সঠিক ফলাফল পেতে পারেন।
advertisement
advertisement
advertisement