অজান্তে মেসেজ আর কন্ট্যাক্টস চুরি করছে এই ১৭টি অ্যাপস, ব্যান করল গুগল, আপনার ফোনে নেই তো?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন সেই অ্যাপগুলি কী কী আর ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে আজই করুন ডিলিট
advertisement
ফের একবার গুগল তাদের প্লে স্টোর থেকে ১৭টি এমন অ্যাপ্লিকেশনকে সরিয়ে দিল। ম্যালওয়্যার থাকার কারণে এই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে বার করে দেওয়া হয়েছে। এই অ্যাপগুলি ফোনের মধ্যে ম্যালওয়ার জোকার ঢুকিয়ে দিছিল ব্যবহারকারীদের অজান্তেই। লেটেস্ট এই জোকার ম্যালওয়ারটিকে Zscaler ThrearLabZ রিসার্চাররা স্পট করেছে।
advertisement
advertisement
advertisement
এই অ্যাপগুলি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে গুগল অ্যান্ড্রয়েড সিকিউরিটি টিমকে এই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে দিতে বলে। জেনে নিন সম্প্রতি ব্যান হওয়া ১৭টি জোকার মালওয়ার যুক্ত অ্যাপ্লিকেশনের নাম - All Good PDF Scanner, Mint Leaf Message-Your Private Message, Unique Keyboard - Fancy Fonts & Free Emoticons, Tangram App Lock, Direct Messenger, Private SMS, One Sentence Translator - Multifunctional Translator, Style Photo Collage, Meticulous Scanner, Desire Translate, Talent Photo Editor - Blur focus, Care Message, Part Message, Paper Doc Scanner, Blue Scanner, Hummingbird PDF Converter - Photo to PDF
advertisement
advertisement
জোকার ম্যালওয়ার অ্যান্ড্রয়েড সিকিউরিটি টিমের জন্য সব জন্য একটি সব সময় বিপদ ডেকে আনছে। গুগলের সত প্রচেষ্টার পরেও, জোকার ম্যালওয়্যারটি নিয়মিত বিরতির পর প্লে স্টোরের বিভিন্ন বিভিন্ন অ্যাপগুলিতে পপ আপ করছে। এই মাসের শুরুতেই সাইবার সিকিউরিটি কোম্পানি Pradeo ৬টি অ্যাপে এই ম্যালওয়ারটিকে খুঁজে পায়। সেই ৬টি অ্যাপকেও প্লে স্টোর স্টোর থেকে নিসিদ্ধ করে গুগল। এই ৬টি অ্যাপগুলিকে ২ লক্ষের বেশি বার ডাউনলোড করা হয়ে ছিল। এখনো পর্যন্ত প্রায় ১,৭০০টি দূষিত অ্যাপ্লিকেশন রিমুভ করেছে গুগল।