Google Pixel 7a: আগামী সপ্তাহেই আসছে Google Pixel 7a! কেমন হতে চলেছে এই ফোন, দেখে নিন এক নজরে
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ভারতে এই ফোনটি লঞ্চ করতে চলেছে আগামী ১১ মে।
advertisement
ভারতে এই ফোনটি লঞ্চ করতে চলেছে আগামী ১১ মে। Google তার আসন্ন 5G ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। শুধু তাই নয়, টেক জায়ান্ট নিশ্চিত করে দিয়েছে যে আসন্ন Pixel 7a ফোনটি পাওয়া যাবে Flipkart-এ। বস্তুত পক্ষে Pixel 7a হতে চলেছে Pixel 6a-এর একটি উন্নত সংস্করণ। এতে Pixel 7 সিরিজের মতো একটি নতুন ডিজাইন থাকবে।
advertisement
advertisement
লঞ্চের আগেই ফোনটির দাম প্রকাশ করা হয়েছে। ভারতে Pixel 7a-এর দাম বেশ খানিকটা বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকার সেগমেন্টে এই ফোনটি চালু করা হবে বলে মনে করা হচ্ছে। এর আগে Pixel 6a ভারতে ৪৩,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে লঞ্চ করানো হয়েছিল। পরবর্তী ভার্সন তার থেকে দামিই হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
ক্যামেরা সেট-আপে এই ফোনের পিছনে দেওয়া হয়েছে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ। এর মধ্যে থাকতে পারে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সামনে থাকতে পারে একটি ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে যেমন ১৮W ওয়্যার চার্জিং করা যাবে, তেমনই ওয়্যারলেস চার্জিং-ও করা সম্ভব হবে।