Google-এর বাম্পার অফার! মাত্র ১১ টাকায় ২টিবি স্টোরেজ ও Gemini AI, এই অফারটি মিস করবেন না, সময় সীমিত!
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Google Diwali Offer: নতুন ইউজারদের জন্য গুগল এনেছে দীপাবলি অফার, যেখানে মাত্র ১১ টাকায় ২টিবি স্টোরেজ ও জেমিনি এআই ব্যবহারের সুযোগ মিলবে। সীমিত সময়ের এই অফার
গুগল তাদের ইউজারদের জন্য নিজস্ব দীপাবলি অফার নিয়ে এসেছে, যেখানে তাঁরা মাত্র ১১ টাকায় ২ টেরাবাইট পর্যন্ত গুগল ক্লাউড স্টোরেজ এবং জেমিনি এআই ফিচারের মালিকানার সুযোগ পাবেন। কোম্পানির বিশেষ সীমিত সময়ের অফার গ্রাহকদের দেশের মধ্যে ১০০ জিবি থেকে শুরু করে ২ টেরাবাইট পর্যন্ত গুগল ওয়ান স্টোরেজ প্ল্যান মাত্র ১১ টাকায় পাওয়ার সুযোগ দিচ্ছে।
advertisement
এটি একটি সীমিত সময়ের অফার, যা ৩১ অক্টোবর, ২০২৫ এ শেষ হবে এবং গুগল গ্রাহকদের যে কোনও সময় প্ল্যানটি বাতিল করার বিকল্পও দিচ্ছে। যদি কেউ ১,৯৫০ টাকা প্রতি মাসিক প্রিমিয়াম প্ল্যানটি বেছে নেন, তবে এমন একটি প্ল্যানের দাম তিন মাসের জন্য এখন পড়ছে মাত্র ১১ টাকা। গুগল ওয়ান-এর বার্ষিক/এক বছরের প্ল্যানের জন্যও বিশেষ দীপাবলি অফারটি প্রযোজ্য। এটি এমন ইউজারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে যাঁরা আগে গুগল স্টোরেজ প্ল্যানের জন্য অর্থ প্রদান করেননি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
