Dangerous Android Apps: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সাবধান! আপনার মোবাইলে নেই তো এই ৫ জনপ্রিয় অ্যাপ, সর্বনাশ হওযার আগে এখনই করুন ডিলিট
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Delete these Apps From Mobile: ফোন থেকে এখনই Delete করুন এইসব Apps, নাহলে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্কবার্তা গুগলের
Google Play Store-এ এমন বহু অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, যেগুলি প্রচুর বার ডাউনলোড করা হয়েছে। অথচ সেগুলি কিন্তু আসলেই বিপজ্জনক। এবার সেই বিপজ্জনক অ্যাপগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। আর সেগুলি যাতে ব্যবহারকারীরা ব্যবহার না করেন, তার জন্য সতর্কতাও জারি করা হয়েছে। দেখা গিয়েছে যে, Android 13-এর কড়া সিকিউরিটি ফিচারকে উপেক্ষা করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে তিনশোটিরও বেশি অ্যাপ। এদিকে এগুলিকে বিশ্বাস করে বসে আছেন বহু ব্যবহারকারীই। এর মূল কারণ হল, ব্যবহারকারীরা তো প্রকৃত জায়গা থেকেই এগুলি ইনস্টল করছেন।
advertisement
advertisement
অ্যান্ড্রয়েড অ্যাপসের নিরাপত্তা সমস্যা রয়েই গিয়েছে: Google-এর তরফে বারবার বলা হয়েছে যে, তাদের অ্যাপ স্টোরের সিকিউরিটি জোরদার করা হয়েছে। সেই সঙ্গে তারা বেশিরভাগ বিপজ্জনক অথবা ভুয়ো অ্যাপ ব্লক করে দিয়েছে। যদিও ৩৩০টি অ্যাপের তালিকা দিয়েছে সিকিউরিটি BitDefender। তবে ইতিমধ্যেই সেগুলি অবশ্য Play Store থেকে রিমুভ করা হয়েছে।
advertisement
আজকাল হ্যাকাররাও উন্নতি করেছে। ফলে তারা এমন সব অ্যাপ নিয়ে আসছে, যা শুধুমাত্র প্রকৃত অ্যাপগুলির নকল নয়, এমনকী খালি চোখে সেগুলি ধরাও পড়বে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে, তাঁদের ডিভাইসকে টার্গেট করা হচ্ছে কি না। ওই ফার্মের তরফে আরও ব্যাখ্যা করা হয়েছে যে, Google-এ যদি কোনও বিষয়ে পরীক্ষা করা হয়, তাহলে এই অ্যাপগুলি সাধারণ ভাবেই কাজ করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement