Ghibli-এর একটা ছবি আপনাকে ফেলতে পারে বিপদে! এবার এল পুলিশের সতর্কবার্তা
- Published by:Suman Majumder
Last Updated:
ঘিবলি অ্য়াপে মানুষ নিজেদের ব্যক্তিগত ছবি আপলোড করছেন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ছবিকে এক বিশেষ অ্যানিমেটেড লুক দিচ্ছে। তবে এখানেই লুকিয়ে আছে বড়সড় বিপদ।
advertisement
advertisement
আসলে অনেক সময় এআই-ভিত্তিক ইমেজ জেনারেশন অ্যাপ ব্যবহারকারীদের ছবি এবং ডেটা স্টোর করে রাখে। পরবর্তীকালে এর অপব্যবহার করতে পারে এই অ্যাপগুলি। একাধিক ফ্রি এআই অ্যাপ ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাঁদের ছবি সেভ করে নেয়। অথবা ডিকফেক-এর মতো বিপজ্জনক প্রযুক্তিতে সেগুলি ব্যবহার করে থাকে। তাই এই ধরনের নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথাই রেখেই গোয়া পুলিশ শুধুমাত্র বিশ্বাসযোগ্য এআই অ্যাপ ব্যবহার করার আর্জি জানিয়েছে মানুষের কাছে।
advertisement
এটি আসলে একটি বিশেষ অ্যানিমেশন স্টাইল। যেটিকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছেন জাপানের অ্যানিমেশন দুনিয়ার কিংবদন্তি হায়াও মিয়াজাকি। এই স্টাইলে তৈরি এআই-পোর্ট্রেট আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে সম্প্রতি ChatGPT-র Ghibli স্টাইল এআই ইমেজ জেনারেটর লঞ্চ করেছে OpenAI। তারপর থেকে হু-হু করে ছড়িয়ে পড়তে থাকে এই ট্রেন্ড। এআই-এর মাধ্যমে নিজেদের সাধারণ ছবিকে Ghibli কার্টুনে পরিণত করার জন্য সকলেই নিজেদের ছবি শেয়ার করছেন। যদিও এতে তথ্য চুরি এবং গোপনীয়তা লঙ্ঘনের মতো বিপদের মেঘ ঘনাচ্ছে।
advertisement
এআই অ্যাপ ব্যবহারের আগে সতর্ক থাকা আবশ্যক:১. শুধুমাত্র বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় এআই অ্যাপই ব্যবহার করতে হবে।২. ভাল করে অ্যাপের প্রিভেসি পলিসি পড়ে নিতে হবে। তারা কীভাবে ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করছে, সেটা দেখে নেওয়া আবশ্যক।৩. অজানা-অচেনা অথবা নতুন এআই ওয়েবসাইটে নিজের ছবি আপলোড করা চলবে না।৪. যদি কোনও অ্যাপ অযাচিত ভাবে ব্যবহারকারীর ছবির অ্যাক্সেসের অনুমতি চায়, তাহলে সেটা ব্যবহার করা চলবে না।৫. সাইবার জালিয়াতি অথবা কোনও সন্দেহজনক কার্যকলাপের আঁচ পেলেই সাইবার সেলে অভিযোগ জানাতে হবে।
advertisement
সাইবার নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা জরুরি:এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ফলে নিজেদের নিরাপত্তা এবং ডিজিটাল সুরক্ষার বিষয়ে মানুষকে আরও সাবধান ও সচেতন হতে হবে। এআই-ভিত্তিক অ্যাপ ব্যবহার করার সময় ডেটা নিরাপদে আছে কি না, তা নিশ্চিত করতে হবে। কোনও ভুয়ো অথবা সন্দেহজনক প্ল্যাটফর্মের খপ্পরে যাতে না পড়তে হয়, সেদিকে নজর রাখতে হবে।