কেন LED বাল্ব বন্ধ করার পরেও জ্বলতে থাকে? ৯৯ শতাংশ মানুষই জানে না!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বন্ধ করলেও থাকে আলোর আভা, বাড়ায় বিদ্যুতের বিল, সস্তা নিম্নমানের এলইডি বাল্ব চিনবেন কীভাবে?
advertisement
advertisement
সাধারণত দুটি কারণ থাকতে পারে, যার জন্য এলইডি বাল্ব বন্ধ থাকা অবস্থায়ও জ্বলতে থাকে। প্রথম কারণ হল, সেই এলইডি বাল্ব ভাল কোয়ালিটির নয়। বাজারে বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের এলইডি বাল্ব রয়েছে। কিন্তু, একটি নিম্নমানের এলইডি বাল্ব বন্ধ থাকা অবস্থায়ও জ্বলতে পারে অথবা তা চকচক করতে পারে। এটি একটি খুবই সাধারণ সমস্যা।
advertisement
advertisement
এলইডি বাল্ব বন্ধ থাকা অবস্থায় জ্বলতে থাকার আরেকটি কারণ হতে পারে বিদ্যুৎ সার্কিট। কখনও কখনও সমস্যাটি বাল্বের সঙ্গে নয়, বৈদ্যুতিক সার্কিটের সঙ্গে হয়। এই ক্ষেত্রে যা ঘটে তা হল, গ্রাহকরা যখন স্যুইচ বন্ধ করেন তখনও সেই আলো অবশিষ্ট বিদ্যুৎকে সুইচের মধ্য দিয়ে প্রবেশ করতে দেয়। নিউট্রাল তার আর্থের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত না হওয়ার কারণে এমনটা ঘটতে পারে।
advertisement
advertisement









