Nahak Motors Electric Bycycles: ১০ পয়সায় এক কিমি পথ! পেট্রোলের চড়া দামের বাজারে এটাই হতে পারে সেরা বাহন

Last Updated:
পেট্রোল নিয়ে আর ভাবতে হবে না! এক কিমি রাস্তা যেতে খরচ মাত্র ১০ পয়সা।
1/5
পেট্রোলের চড়া দাম। এই সময়ে ইলেকট্রিক ভেহিকেল যেন ভবিষ্যতে দেখাচ্ছে। একের পর এক ইলেকট্রিক ভেহিকেল-এর বুকিং শুরু হতেই শেষ। অর্থাত্ সাধারণ মানুষ এখন ইলেকট্রিক বাহনে আগ্রহী। ইলেকট্রিক সাইকেল নিয়েও এখন বহু মানুষ আগ্রহী।
পেট্রোলের চড়া দাম। এই সময়ে ইলেকট্রিক ভেহিকেল যেন ভবিষ্যতে দেখাচ্ছে। একের পর এক ইলেকট্রিক ভেহিকেল-এর বুকিং শুরু হতেই শেষ। অর্থাত্ সাধারণ মানুষ এখন ইলেকট্রিক বাহনে আগ্রহী। ইলেকট্রিক সাইকেল নিয়েও এখন বহু মানুষ আগ্রহী।
advertisement
2/5
Nahak Motors জুলাই মাসে দুটি মডেল ভারতে লঞ্চ করেছে। Garuda और এবং Zippy.
Nahak Motors জুলাই মাসে দুটি মডেল ভারতে লঞ্চ করেছে। Garuda और এবং Zippy.
advertisement
3/5
এই দুটি ইলেকট্রিক বাইসাইকেলে রিমুভেবল ব্যাটারি, এলসিডি ডিসপ্লে ও প্যাডেল সেন্সর টেকনোলজি থাকবে।
এই দুটি ইলেকট্রিক বাইসাইকেলে রিমুভেবল ব্যাটারি, এলসিডি ডিসপ্লে ও প্যাডেল সেন্সর টেকনোলজি থাকবে।
advertisement
4/5
এই সাইকেলে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। বাড়িতে থাকা চার্জারে সহজে চার্জ হবে এই ব্যাটারি। ফুল চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা। ফুল চার্জে চলবে ৪০ কিমি পথ।
এই সাইকেলে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। বাড়িতে থাকা চার্জারে সহজে চার্জ হবে এই ব্যাটারি। ফুল চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা। ফুল চার্জে চলবে ৪০ কিমি পথ।
advertisement
5/5
Zippy ও Garuda, দুটি মডেলেই স্টিল ফ্রেম দেওয়া হয়েছে। ব্যাটারি শেষ হলে প্যাডেল করেও চালানো যাবে। এক কিমি রাস্তা যেতে খরচ হবে মাত্র ১০ পয়সা। গরুড় মডেলের দাম ৩১,৯৯৯। জিপ্পির ৩৩,৪৯৯।
Zippy ও Garuda, দুটি মডেলেই স্টিল ফ্রেম দেওয়া হয়েছে। ব্যাটারি শেষ হলে প্যাডেল করেও চালানো যাবে। এক কিমি রাস্তা যেতে খরচ হবে মাত্র ১০ পয়সা। গরুড় মডেলের দাম ৩১,৯৯৯। জিপ্পির ৩৩,৪৯৯।
advertisement
advertisement
advertisement