Fraud Alert: SMS দেখে কিভাবে বুঝবেন কোনটা বিপজ্জনক আর কোনটি সঠিক? এই সহজ উপায় জেনে নিন ঝটপট

Last Updated:
Fraud Alert: এবার এই ধরনের স্ক্যাম বন্ধ করার জন্য এর সমাধানের উপর কাজ করছে ভারত সরকার, যাতে ব্যবহারকারীরা SMS-এর কন্টেন্ট তো জানতে পারবেনই, সেই সঙ্গে এর উৎস বা সোর্সও বুঝতে পারবেন। 
1/7
আমাদের ফোনে সাধারণ উদ্দেশ্যহীন কিছু মেসেজ আসে। আবার কিছু কিছু সময় রিয়েল এস্টেট কোম্পানির প্রচার কিংবা লটারির টিকিট অফার সংক্রান্ত মেসেজও আসতে থাকে। এবার এই ধরনের স্ক্যাম বন্ধ করার জন্য এর সমাধানের উপর কাজ করছে ভারত সরকার, যাতে ব্যবহারকারীরা SMS-এর কন্টেন্ট তো জানতে পারবেনই, সেই সঙ্গে এর উৎস বা সোর্সও বুঝতে পারবেন।
আমাদের ফোনে সাধারণ উদ্দেশ্যহীন কিছু মেসেজ আসে। আবার কিছু কিছু সময় রিয়েল এস্টেট কোম্পানির প্রচার কিংবা লটারির টিকিট অফার সংক্রান্ত মেসেজও আসতে থাকে। এবার এই ধরনের স্ক্যাম বন্ধ করার জন্য এর সমাধানের উপর কাজ করছে ভারত সরকার, যাতে ব্যবহারকারীরা SMS-এর কন্টেন্ট তো জানতে পারবেনই, সেই সঙ্গে এর উৎস বা সোর্সও বুঝতে পারবেন।
advertisement
2/7
শুধু তা-ই নয়, এই প্রোমোশনাল বা প্রচারমূলক মেসেজগুলিকে আবশ্যিক ভাবে opt-out অপশন অন্তর্ভুক্ত করতে হবে। ব্যবহারকারীরা WhatsApp বিজ্ঞাপন এবং ব্যবসায়িক বার্তাগুলির সঙ্গেও এই বিকল্পটি দেখতে পাবেন। স্প্যাম কল সংক্রান্ত সমস্যা সামাল দিচ্ছে টেলিকম বডি। কিন্তু স্প্যাম SMS-এরও সমান মনোযোগের প্রয়োজন। কারণ এগুলিতে থাকে এমন ওয়েবসাইটের URL, যা বিপজ্জনক ওয়েবসাইটের সঙ্গে লিঙ্কড থাকে। এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
শুধু তা-ই নয়, এই প্রোমোশনাল বা প্রচারমূলক মেসেজগুলিকে আবশ্যিক ভাবে opt-out অপশন অন্তর্ভুক্ত করতে হবে। ব্যবহারকারীরা WhatsApp বিজ্ঞাপন এবং ব্যবসায়িক বার্তাগুলির সঙ্গেও এই বিকল্পটি দেখতে পাবেন। স্প্যাম কল সংক্রান্ত সমস্যা সামাল দিচ্ছে টেলিকম বডি। কিন্তু স্প্যাম SMS-এরও সমান মনোযোগের প্রয়োজন। কারণ এগুলিতে থাকে এমন ওয়েবসাইটের URL, যা বিপজ্জনক ওয়েবসাইটের সঙ্গে লিঙ্কড থাকে। এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
3/7
নতুন SMS Header Code: এই নিয়মের অর্থ কী? TRAI-এর সাম্প্রতিক নোটিফিকেশন কার্যকর হয়েছে ২০২৫ সালের মে মাস থেকে। এটি মূলত ব্যবহারকারীকে প্রচারমূলক, পরিষেবামূলক এবং এমনকি সরকারের বার্তাগুলির মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। এটা কার্যকর করার জন্য পরিষেবা প্রদানকারীদের উদ্দেশ্যে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে, নিজেদের SMS-এ হেডার কোড রাখতে হবে।
নতুন SMS Header Code: এই নিয়মের অর্থ কী? TRAI-এর সাম্প্রতিক নোটিফিকেশন কার্যকর হয়েছে ২০২৫ সালের মে মাস থেকে। এটি মূলত ব্যবহারকারীকে প্রচারমূলক, পরিষেবামূলক এবং এমনকি সরকারের বার্তাগুলির মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। এটা কার্যকর করার জন্য পরিষেবা প্রদানকারীদের উদ্দেশ্যে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে, নিজেদের SMS-এ হেডার কোড রাখতে হবে।
advertisement
4/7
১. P-এর অর্থ Promotional মেসেজ | ২. S-এর অর্থ Service মেসেজ | ৩. T-এর অর্থ Transactional মেসেজ | ৪. G -এর অর্থ Government মেসেজ
১. P-এর অর্থ Promotional মেসেজ | ২. S-এর অর্থ Service মেসেজ | ৩. T-এর অর্থ Transactional মেসেজ | ৪. G -এর অর্থ Government মেসেজ
advertisement
5/7
দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে, SMS হেডারে P, S, T অথবা G দিয়ে শেষ হওয়া যে কোনও মেসেজ ব্যবহারকারীকে এর কন্টেন্ট এবং প্রসঙ্গ চিহ্নিত করতে সাহায্য করবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, VA-LABPTH-P হল প্রোমোশনাল মেসেজ। আবার VA-ICICIT-S হল সার্ভিস মেসেজ।
দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে, SMS হেডারে P, S, T অথবা G দিয়ে শেষ হওয়া যে কোনও মেসেজ ব্যবহারকারীকে এর কন্টেন্ট এবং প্রসঙ্গ চিহ্নিত করতে সাহায্য করবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, VA-LABPTH-P হল প্রোমোশনাল মেসেজ। আবার VA-ICICIT-S হল সার্ভিস মেসেজ।
advertisement
6/7
আসলে SMS স্ক্যাম বছরের পর বছর ধরে চলে আসছে এবং যদি ব্যবহারকারী থার্ড-পার্টি ট্র্যাকার অ্যাপের উপর নির্ভর না করেন, তাহলে বার্তাটি আসল উৎস না কি স্ক্যামারের কাছ থেকে এসেছে, তা বোঝা কঠিন।
আসলে SMS স্ক্যাম বছরের পর বছর ধরে চলে আসছে এবং যদি ব্যবহারকারী থার্ড-পার্টি ট্র্যাকার অ্যাপের উপর নির্ভর না করেন, তাহলে বার্তাটি আসল উৎস না কি স্ক্যামারের কাছ থেকে এসেছে, তা বোঝা কঠিন।
advertisement
7/7
সরকারের অফিসিয়াল স্ট্যাম্প রয়েছে, এমন হেডারগুলি দেশের লক্ষ লক্ষ ফোন ব্যবহারকারীকে এই পরিবর্তনগুলি সম্পর্কে অবহিত করতে পারবে। শুধু তা-ই নয়, কীভাবে তাঁরা এখন স্ক্যামারদের শিকার থেকে নিরাপদ থাকতে পারেন, সেই সম্পর্কেও তাঁদের সতর্ক করা হবে। সেলসের জন্য আসা ১০-সংখ্যার টেলিকল নম্বরের থেকে রেহাই পেতে এই নতুন হেডারগুলি কার্যকর করা হয়েছে।
সরকারের অফিসিয়াল স্ট্যাম্প রয়েছে, এমন হেডারগুলি দেশের লক্ষ লক্ষ ফোন ব্যবহারকারীকে এই পরিবর্তনগুলি সম্পর্কে অবহিত করতে পারবে। শুধু তা-ই নয়, কীভাবে তাঁরা এখন স্ক্যামারদের শিকার থেকে নিরাপদ থাকতে পারেন, সেই সম্পর্কেও তাঁদের সতর্ক করা হবে। সেলসের জন্য আসা ১০-সংখ্যার টেলিকল নম্বরের থেকে রেহাই পেতে এই নতুন হেডারগুলি কার্যকর করা হয়েছে।
advertisement
advertisement
advertisement