Smartphone Tips: ফোনের প্যাটার্ন লক বা পিন নম্বর ভুলে গেলেন? এই সহজ টোটকাতেই ককয়েক মিনিটে আনলক করুন ফোন

Last Updated:
Smartphone Tips: ফোনের সিকিউরিটি লক ভুলে গেলে তা দুঃস্বপ্নের মতো হতে পারে এবং অনেক ব্যবহারকারীই তাদের ডেটার বিনিময়ে অ্যাক্সেস ফিরে পেতে চান
1/9
পুরনো প্রজন্ম, যাঁরা স্মার্টফোন ছাড়া বড় হয়েছে এবং চোখের সামনে স্মার্টফোন আসতে দেখেছে, ধীরে ধীরে তার ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে, তাদের সকলের ছোটবেলাতেই স্কুলে একটা রচনা লেখা অভ্যাস ছিল- বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ! কথাটা এই কারণে উঠছে, কেন না, স্মার্টফোন নিয়েও ওই একই রচনা লেখা যেতে পারে। ব্যক্তি ঠিক কীরকম, তা এখন তাঁর মন নয়, বরং ফোন বলে।
পুরনো প্রজন্ম, যাঁরা স্মার্টফোন ছাড়া বড় হয়েছে এবং চোখের সামনে স্মার্টফোন আসতে দেখেছে, ধীরে ধীরে তার ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে, তাদের সকলের ছোটবেলাতেই স্কুলে একটা রচনা লেখা অভ্যাস ছিল- বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ! কথাটা এই কারণে উঠছে, কেন না, স্মার্টফোন নিয়েও ওই একই রচনা লেখা যেতে পারে। ব্যক্তি ঠিক কীরকম, তা এখন তাঁর মন নয়, বরং ফোন বলে।
advertisement
2/9
সেই জন্যই সকলের ফোনেই হালে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে পিন বা স্ক্রিন লক। কারণ আর কিছুই নয়, ফোন অন্যের হাতে পড়লে ব্যক্তিগত কিছু যাতে ফাঁস হয়ে না যায়! অবশ্য, ব্যক্তিগত ছবি আর ভিডিও গোপন রাখার প্রবণতাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে ব্যাঙ্কিং তথ্য ইত্যাদির কথাটাও ভেবে দেখতে হয়- কোনওটাই অন্যের হাতে চলে যাওয়া কাম্য নয়।
সেই জন্যই সকলের ফোনেই হালে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে পিন বা স্ক্রিন লক। কারণ আর কিছুই নয়, ফোন অন্যের হাতে পড়লে ব্যক্তিগত কিছু যাতে ফাঁস হয়ে না যায়! অবশ্য, ব্যক্তিগত ছবি আর ভিডিও গোপন রাখার প্রবণতাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে ব্যাঙ্কিং তথ্য ইত্যাদির কথাটাও ভেবে দেখতে হয়- কোনওটাই অন্যের হাতে চলে যাওয়া কাম্য নয়।
advertisement
3/9
সেই জন্যই এ হেন গুরুত্বপূর্ণ ফোন সিকিউরিটির লক ভুলে যাওয়া অনেকের কাছেই দুঃস্বপ্ন হতে পারে এবং অনেক ব্যবহারকারী বাধ্য হয়ে তাঁদের ডেটার বিনিময়ে ফোনের অ্যাক্সেস পাওয়ার পথ বেছে নেন। অনেকেই ফোনের স্ক্রিন লক/পিন ভুলে যাওয়ার দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছেন এবং ফোন খোলার জন্য একাধিক উপায় অবলম্বন করার চেষ্টা করেছেন। এই জন্যই এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। এই সমস্যাটি সমাধানের জন্য একটি সহজ কিন্তু নিশ্চিত উপায় রয়েছে। যা সকল ইউজারদের অনেকটাই সাহায্য করতে পারে
সেই জন্যই এ হেন গুরুত্বপূর্ণ ফোন সিকিউরিটির লক ভুলে যাওয়া অনেকের কাছেই দুঃস্বপ্ন হতে পারে এবং অনেক ব্যবহারকারী বাধ্য হয়ে তাঁদের ডেটার বিনিময়ে ফোনের অ্যাক্সেস পাওয়ার পথ বেছে নেন। অনেকেই ফোনের স্ক্রিন লক/পিন ভুলে যাওয়ার দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছেন এবং ফোন খোলার জন্য একাধিক উপায় অবলম্বন করার চেষ্টা করেছেন। এই জন্যই এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। এই সমস্যাটি সমাধানের জন্য একটি সহজ কিন্তু নিশ্চিত উপায় রয়েছে। যা সকল ইউজারদের অনেকটাই সাহায্য করতে পারে
advertisement
4/9
এর জন্য ইউজারদের পাওয়ার এবং ভলিউম ডাউন বাটন টিপতে হবে। ফোনটি চালু হওয়া এবং ফাস্টবুট মোড প্রদর্শিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এর জন্য ইউজারদের পাওয়ার এবং ভলিউম ডাউন বাটন টিপতে হবে। ফোনটি চালু হওয়া এবং ফাস্টবুট মোড প্রদর্শিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
advertisement
5/9
ভলিউম বাটনটি ব্যবহার করে রিকভারি মোডে নিয়ে আসতে হবে এবং পাওয়ার বাটন ক্লিক করে এটি সিলেক্ট করতে হবে।
ভলিউম বাটনটি ব্যবহার করে রিকভারি মোডে নিয়ে আসতে হবে এবং পাওয়ার বাটন ক্লিক করে এটি সিলেক্ট করতে হবে।
advertisement
6/9
ইউজাররা স্ক্রিনে No command বার্তা সহ অ্যান্ড্রয়েড রোবটের চিত্র দেখতে পাবে।
ইউজাররা স্ক্রিনে No command বার্তা সহ অ্যান্ড্রয়েড রোবটের চিত্র দেখতে পাবে।
advertisement
7/9
এরপর পাওয়ার বাটনটি আবার টিপতে হবে এবং তারপরে ভলিউম আপ বাটনটি একবার টিপতে হবে এবং ছেড়ে দিতে হবে।
এরপর পাওয়ার বাটনটি আবার টিপতে হবে এবং তারপরে ভলিউম আপ বাটনটি একবার টিপতে হবে এবং ছেড়ে দিতে হবে।
advertisement
8/9
এরপর সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। তাই এরপর রিবুট সিস্টেম সিলেক্ট করতে হবে।
এরপর সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। তাই এরপর রিবুট সিস্টেম সিলেক্ট করতে হবে।
advertisement
9/9
ফোনটি আবার ব্যবহার শুরু করার জন্য গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। মনে রাখতে হবে যে, ফ্যাক্টরি রিসেট করলে ইউজারদের সমস্ত ডেটা হারাবে, তাই ফোনটি পুনরুদ্ধার করার জন্য এই প্রক্রিয়াটি অবলম্বন করার আগে নিশ্চিত হয়ে নিতে হবে।
ফোনটি আবার ব্যবহার শুরু করার জন্য গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। মনে রাখতে হবে যে, ফ্যাক্টরি রিসেট করলে ইউজারদের সমস্ত ডেটা হারাবে, তাই ফোনটি পুনরুদ্ধার করার জন্য এই প্রক্রিয়াটি অবলম্বন করার আগে নিশ্চিত হয়ে নিতে হবে।
advertisement
advertisement
advertisement