AC কেনার সেরা সুযোগ! Flipkart-এর সেলে এই ব্র্যান্ডগুলির এসিতে পাবেন ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
ওই সেলের ফলে গ্রাহকরা প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় বা ডিসকাউন্টে নামীদামি ব্র্যান্ডের টিভি এবং অন্যান্য অ্যাপ্লায়েন্স কেনার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন।
সম্প্রতি Flipkart-এ শুরু হয়েছে Grand Home Appliance Sale। ওই সেলের ফলে গ্রাহকরা প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় বা ডিসকাউন্টে নামীদামি ব্র্যান্ডের টিভি এবং অন্যান্য অ্যাপ্লায়েন্স কেনার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। আর যদি গ্রাহকদের কাছে HDFC Bank কার্ড থাকে, তাহলে তো কথাই নেই! এই সেলে HDFC Bank কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা ২১০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
advertisement
এদিকে এসি-র মরশুম ধীরে ধীরে শেষ পর্যায়ে চলে এসেছে। তাই এই সময়টা এসি কিনে রাখার জন্য দারুণ। তাই আজকের প্রতিবেদনে অফ-সিজনের সেলে পাওয়া অফারের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। দারুণ সস্তায় পাওয়া এসি কিনে ফেলার সুযোগ হাতছাড়া না করাই ভাল। তাহলে সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক যে, কতটা ছাড়ে পাওয়া যাচ্ছে এসি!
advertisement
দুর্ধর্ষ ডিল: Flipkart-এর তরফে MarQ-এ দুর্দান্ত ডিল অফার করা হচ্ছে। সেল পেজে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, সংশ্লিষ্ট সংস্থার ২০২৫ মডেল ১.৫ টন ৩-স্টার স্প্লিট ইনভার্টার এসি পাওয়া যাচ্ছে ৪৬ শতাংশ ছাড়ে। এর আসল দাম ৫১৯৯৯ টাকা। কিন্তু এই অফারের আওতায় এই এসি-টি কেনা যাবে ২৭৯৯০ টাকায়। এক্সচেঞ্জ অফারে কিনলে আরও ৫১০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement
Lloyd Stellar: Lloyd Stellar 6 in 1 Convertible 2025 Model 1.5 Ton 5 Star Split Inverter AC মোট ৪৫ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এই সেলে। ব্যানারে এর আসল দাম হিসেবে লেখা রয়েছে ৮১৯৯০ টাকা। কিন্তু এই অফারের কারণে এটি কেনা যাবে ৪৪৯৯০ টাকায়। আর এক্সচেঞ্জ অফারে নেওয়া হলে আরও ১১৬০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।