ভ্যালেন্টাইন্স ডে সেল! ফ্লিপকার্টে আকর্ষণীয় অফার, এখন জিনিস কিনলেই লাভ

Last Updated:
Flipkart Valentines day sale- যাঁরা iPhone কিনতে চাইছেন কিংবা ভালবাসার মানুষকে উপহার দিতে চাইছেন, তাঁরা পেয়ে যাচ্ছেন ভাল ডিল। 
1/6
ভালবাসার মরশুম তো শুরু হয়েই গিয়েছে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস। ব্যাপক ছাড়ে মিলবে Apple iPhone। সাম্প্রতিক সময়ে বাজারে আসা iPhone 16 এবং iPhone 16 Plus উল্লেখযোগ্য ভাবে কম দামে পাওয়া যাচ্ছে। যাঁরা iPhone কিনতে চাইছেন কিংবা ভালবাসার মানুষকে উপহার দিতে চাইছেন, তাঁরা পেয়ে যাচ্ছেন ভাল ডিল।
ভালবাসার মরশুম তো শুরু হয়েই গিয়েছে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস। ব্যাপক ছাড়ে মিলবে Apple iPhone। সাম্প্রতিক সময়ে বাজারে আসা iPhone 16 এবং iPhone 16 Plus উল্লেখযোগ্য ভাবে কম দামে পাওয়া যাচ্ছে। যাঁরা iPhone কিনতে চাইছেন কিংবা ভালবাসার মানুষকে উপহার দিতে চাইছেন, তাঁরা পেয়ে যাচ্ছেন ভাল ডিল।
advertisement
2/6
iPhone 16 এবং iPhone 16 Plus:গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল iPhone 16 এবং iPhone 16 Plus। এই দুই ফোনেই রয়েছে Apple-এর ইন-হাউজ A18 Bionic চিপসেট। তবে এই দুই ফোনের একটাই পার্থক্য। আর সেটা হল স্ক্রিন সাইজ এবং ব্যাটারি ক্যাপাসিটি। iPhone 16-এ রয়েছে ৬.১ ইঞ্চি মাপের ৬০ হার্ৎজ OLED প্যানেল। আর iPhone 16 Plus রয়েছে একটু বড় অর্থাৎ ৬.৭ ইঞ্চি মাপের ৬০ হার্ৎজ OLED ডিসপ্লে।
iPhone 16 এবং iPhone 16 Plus:গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল iPhone 16 এবং iPhone 16 Plus। এই দুই ফোনেই রয়েছে Apple-এর ইন-হাউজ A18 Bionic চিপসেট। তবে এই দুই ফোনের একটাই পার্থক্য। আর সেটা হল স্ক্রিন সাইজ এবং ব্যাটারি ক্যাপাসিটি। iPhone 16-এ রয়েছে ৬.১ ইঞ্চি মাপের ৬০ হার্ৎজ OLED প্যানেল। আর iPhone 16 Plus রয়েছে একটু বড় অর্থাৎ ৬.৭ ইঞ্চি মাপের ৬০ হার্ৎজ OLED ডিসপ্লে।
advertisement
3/6
এই দুই ফোনের পিছনে রয়েছে দুটি ভার্টিক্যালি অ্যালাইন্ড ক্যামেরা। রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। সেই সঙ্গে মেলে Apple Intelligence সাপোর্ট এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন।
এই দুই ফোনের পিছনে রয়েছে দুটি ভার্টিক্যালি অ্যালাইন্ড ক্যামেরা। রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। সেই সঙ্গে মেলে Apple Intelligence সাপোর্ট এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন।
advertisement
4/6
iPhone 15 এবং iPhone 15 Plus:এই সেলে iPhone 15 এবং iPhone 15 Plus মিলছে অনেকটাই ছাড়ে। নতুন মডেলের মতো উভয় ফোনের পার্থক্য রয়েছে স্ক্রিন সাইজ এবং ব্যাটারি ক্যাপাসিটিতে। দুই ফোনেই রয়েছে A17 Bionic চিপ। সেই সঙ্গে থাকে ড্যুয়াল ক্যামেরা সেট-আপ। রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। নতুন প্রজন্মের মতোই উভয় ফোনই ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তবে মনে রাখা আবশ্যক যে, এই দুই ফোন কিন্তু Apple Intelligence সাপোর্ট করে না।
iPhone 15 এবং iPhone 15 Plus:এই সেলে iPhone 15 এবং iPhone 15 Plus মিলছে অনেকটাই ছাড়ে। নতুন মডেলের মতো উভয় ফোনের পার্থক্য রয়েছে স্ক্রিন সাইজ এবং ব্যাটারি ক্যাপাসিটিতে। দুই ফোনেই রয়েছে A17 Bionic চিপ। সেই সঙ্গে থাকে ড্যুয়াল ক্যামেরা সেট-আপ। রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। নতুন প্রজন্মের মতোই উভয় ফোনই ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তবে মনে রাখা আবশ্যক যে, এই দুই ফোন কিন্তু Apple Intelligence সাপোর্ট করে না।
advertisement
5/6
iPhone 14:২০২২ সালে আত্মপ্রকাশ করেছিল iPhone 14। যা চালিত হয় A15 Bionic দ্বারা। যদিও এটা আর ফাস্টেস্ট iPhone নয়, তবে চিপসেট অনায়াসে দৈনিক কাজ সামলাতে পারে। iPhone 16 এবং iPhone 15-এর মতো iPhone 14-র রয়েছে ৬.১ ইঞ্চি ৬০ হার্ৎজের OLED স্ক্রিন। iPhone 14-এ রয়েছে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শ্যুটার।
iPhone 14:২০২২ সালে আত্মপ্রকাশ করেছিল iPhone 14। যা চালিত হয় A15 Bionic দ্বারা। যদিও এটা আর ফাস্টেস্ট iPhone নয়, তবে চিপসেট অনায়াসে দৈনিক কাজ সামলাতে পারে। iPhone 16 এবং iPhone 15-এর মতো iPhone 14-র রয়েছে ৬.১ ইঞ্চি ৬০ হার্ৎজের OLED স্ক্রিন। iPhone 14-এ রয়েছে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শ্যুটার।
advertisement
6/6
২০২২ সালে লঞ্চ হলেও এটা অপেক্ষাকৃত ভাবে পুরনো ডিভাইস। এতে আরও কিছু OS আপডেট বাকি রয়েছে। ফলে যাঁরা iPhone কিনতে চাইছেন, তাঁদের জন্য এটা ভাল বিকল্প হতে চলেছে। আর এর জন্য বেশি খরচও করতে হবে না। এখন এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ৫৩৯৯৯ টাকায়।
২০২২ সালে লঞ্চ হলেও এটা অপেক্ষাকৃত ভাবে পুরনো ডিভাইস। এতে আরও কিছু OS আপডেট বাকি রয়েছে। ফলে যাঁরা iPhone কিনতে চাইছেন, তাঁদের জন্য এটা ভাল বিকল্প হতে চলেছে। আর এর জন্য বেশি খরচও করতে হবে না। এখন এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ৫৩৯৯৯ টাকায়।
advertisement
advertisement
advertisement