Smartphone sale: স্মার্টফোন কেনার সেরা ডিল! Flipkart দেবে অবিশ্বাস্য সুযোগ
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
শুধু যে পণ্যের উপর ছাড় তাই নয়, এই সময়ের মধ্যে Flipkart অনেক পণ্যই লঞ্চ করতে চলেছে। তার মধ্যে রয়েছে Vivo T2, Moto Edge 40 Neo, Google Pixel 8 সিরিজ, Vivo V29 সিরিজ এবং সদ্য লঞ্চ হওয়া Samsung S21 FE।
advertisement
advertisement
advertisement
এক্সচেঞ্জ অফার: একে তো দারুন সব অফার, তার উপর Flipkart দিচ্ছে পুরনো ফোন বদলে নেওয়ার সুযোগ। এই অফারে প্রায় ৪৫ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করার সুযোগ পেতে পারেন গ্রাহকেরা। সঙ্গে থাকছে অতিরিক্ত ৮ হাজার টাকার ছাড়। এমনকী যেসমস্ত ফোনের ফিচার প্রায় বাতিল তালিকায় পৌঁছে গিয়েছে সেই সমস্ত ফোনেও বদলের সুযোগ দেবে Flipkart।
advertisement
নো কস্ট ইএমআই: Big Billion Days Sale চলার সময় Flipkart দিচ্ছে এক বিশেষ অফার— ‘হর ফোন পে ইএমআই’। কোনও অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া যাবে ইএমআই-এর সুবিধা। Bajaj Finserv-এ এই সুবিধা পাওয়া যাবে। তাছাড়া, যদি Flipkart Pay-এর সদস্য হন তাহলে কোনও ব্যাঙ্কের কার্ড ছাড়াই শূন্য ডাউন পেমেন্টে ১ লক্ষ টাকা পর্য়ন্ত কেনাকাটা করা যাবে।
advertisement
বিপুল সম্ভার: এই সেল-এ পাওয়া যাবে নানা ধরনের সংস্থার নানা পণ্যের বিপুল সম্ভার। স্মার্টফোনের ক্ষেত্রে Apple, Realme, POCO, Motorola, Samsung, Vivo, Infinix-এর মতো ব্র্যান্ড রয়েছে এই তালিকায়। ‘ইন্ডিয়া কা iPhone’ এবং ‘ইন্ডিয়া কা Samsung’-এ পাওয়া যাবে বিশেষ ছাড় iPhone এবং Samsung-এর S সিরিজ ফোনের উপর।
advertisement
advertisement