Flipkart Buy Buy 2025 Sale: iPhone 16-এ বাম্পার ছাড়! শুরু হচ্ছে ফ্লিপকার্টের বছরের শেষ সেল, আর কী কী অফার থাকছে? দেখে নিন এক নজরে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Flipkart Buy Buy 2025 Sale: ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের Buy Buy ২০২৫ সেল। স্মার্টফোন, ল্যাপটপ, ফ্যাশন, ইলেকট্রনিক্স, বাড়ি-রান্নাঘরের পণ্যে মিলবে বড় ছাড়। এসবিআই কার্ড অফার ও প্লাস সদস্যদের আগাম অ্যাক্সেসও থাকবে।
ব্ল্যাক ফ্রাইডে ২০২৫ সেল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লিপকার্ট তাদের বছরের শেষ বড় সেল,Buy Buy ২০২৫-এর ঘোষণা করে দিয়েছে। এই কেনাকাটার আয়োজন ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু হবে, ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফ্যাশন এবং গৃহস্থালির পণ্য পর্যন্ত প্রায় প্রতিটি বিভাগে উল্লেখযোগ্য ছাড় প্রদান করবে। প্রতি ডিসেম্বরে ফ্লিপকার্ট একটি বড় সেল আয়োজন করে এবং এবারও প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই বেশ কয়েকটি আকর্ষণীয় সেল হাজির করে ফেলেছে।
advertisement
ফ্লিপকার্ট প্লাস সদস্যদের জন্য আগে কেনাকাটার সুবিধা:ফ্লিপকার্ট জানিয়েছে যে ফ্লিপকার্ট প্লাস এবং ব্ল্যাক ব্যবহারকারীরা সেলে ২৪ ঘণ্টা আগে অ্যাক্সেস পাবেন। এর অর্থ হল তাঁরা লিমিটেড-স্টক ডিল এবং অন্যদের চেয়ে সেরা ছাড় পেতে পারেন। এই প্রাথমিক অ্যাক্সেস উইন্ডোতে মোবাইল, ল্যাপটপ এবং ইলেকট্রনিক্স বিভাগে বিশেষ অফার থাকবে। অতএব, চাইলে সাবস্ক্রিপশন নিয়ে রাখা যায়।
advertisement
ব্যাঙ্ক অফারফ্লিপকার্ট এবার বেশ কয়েকটি ব্যাঙ্ক অফার নিশ্চিত করেছে:- এসবিআই ক্রেডিট কার্ডে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।- এই ছাড় ইএমআই লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য।- ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে অতিরিক্ত ১০% বোনাস সঞ্চয়।- বাজাজ ফিনসার্ভ ইন্সটা ইএমআই কার্ড ব্যবহারে ৪০০ টাকা পর্যন্ত ছাড়।এই ব্যাঙ্ক অফারগুলি স্বাভাবিক ভাবেই পণ্যের দাম আরও খানিকটা কম করে দেবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
