এই প্রথম পুরুষদের জন্য যন্ত্র! ওরাল-সুখ দেবে

Last Updated:
1/6
সেক্স টয়-এর ব্যবহারের প্রমাণ মিলেছে বহু প্রাচীনকালেও৷ সঙ্গী বা সঙ্গিনী ছাড়া যৌনসুখ লাভের আকাঙ্ক্ষাপূরণ নতুন নয়৷ বর্তমানে প্রযুক্তির রমরমায় সেক্স টয় রোজ আধুনিক হচ্ছে৷ সেক্স টয়-এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় ভাইব্রেটর৷ কিন্ত‌ু বাজারে যে সমস্ত সেক্স টয় বা ভাইব্রেটর রয়েছে, সেগুলি সবই মহিলাদের জন্য৷
সেক্স টয়-এর ব্যবহারের প্রমাণ মিলেছে বহু প্রাচীনকালেও৷ সঙ্গী বা সঙ্গিনী ছাড়া যৌনসুখ লাভের আকাঙ্ক্ষাপূরণ নতুন নয়৷ বর্তমানে প্রযুক্তির রমরমায় সেক্স টয় রোজ আধুনিক হচ্ছে৷ সেক্স টয়-এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় ভাইব্রেটর৷ কিন্ত‌ু বাজারে যে সমস্ত সেক্স টয় বা ভাইব্রেটর রয়েছে, সেগুলি সবই মহিলাদের জন্য৷
2/6
অর্থাত্‍‌ মহিলাদের অর্গ্যাজমের জন্য নানা বন্দোবস্ত রয়েছে সেক্স টয়ের দুনিয়ায়৷ সেক্সোলজিস্ট নিকোল প্রাওসের বক্তব্য, সঙ্গী ছাড়াও সেক্স এনজয় করা যায় অনেক বেশি৷ কিন্ত‌ু এত প্রযুক্তি বেরলেও, পুরুষদের জন্য ভাইব্রেটর ছিল না৷
অর্থাত্‍‌ মহিলাদের অর্গ্যাজমের জন্য নানা বন্দোবস্ত রয়েছে সেক্স টয়ের দুনিয়ায়৷ সেক্সোলজিস্ট নিকোল প্রাওসের বক্তব্য, সঙ্গী ছাড়াও সেক্স এনজয় করা যায় অনেক বেশি৷ কিন্ত‌ু এত প্রযুক্তি বেরলেও, পুরুষদের জন্য ভাইব্রেটর ছিল না৷
3/6
এ বার পুরুষদেরও যৌনতৃপ্তির ব্যবস্থা হয়ে গেল৷ সম্প্রতি বিশ্ব বাজারে এসেছে মেল ভাইব্রেটর৷ বলা হচ্ছে, এই যন্ত্রটি একেবারে ওরাল সেক্সের সুখ দেবে পুরুষদের৷
এ বার পুরুষদেরও যৌনতৃপ্তির ব্যবস্থা হয়ে গেল৷ সম্প্রতি বিশ্ব বাজারে এসেছে মেল ভাইব্রেটর৷ বলা হচ্ছে, এই যন্ত্রটি একেবারে ওরাল সেক্সের সুখ দেবে পুরুষদের৷
4/6
যন্ত্রটি দেখতে অনেকটা VR বক্সের মতো৷ কিন্ত‌ু আপাত নিরীহ যন্ত্রটি কিন্ত‌ু যথেষ্টই শক্তিশালী৷ যন্ত্রটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে পুরুষরা এই যন্ত্রের মাধ্যমে ওরাল সেক্সের অনুভূতি পাবেন৷
যন্ত্রটি দেখতে অনেকটা VR বক্সের মতো৷ কিন্ত‌ু আপাত নিরীহ যন্ত্রটি কিন্ত‌ু যথেষ্টই শক্তিশালী৷ যন্ত্রটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে পুরুষরা এই যন্ত্রের মাধ্যমে ওরাল সেক্সের অনুভূতি পাবেন৷
5/6
ভাইব্রেটরটি পুরোপুরি ওয়াটারপ্রুফ৷ USB ম্যাগনেটিক কেবলে চার্জ দেওয়া যায়৷ অর্থাত্‍‌ ব্যবহার করার সময় যাতে কোনও ভাবে ব্যহত না হয়৷
ভাইব্রেটরটি পুরোপুরি ওয়াটারপ্রুফ৷ USB ম্যাগনেটিক কেবলে চার্জ দেওয়া যায়৷ অর্থাত্‍‌ ব্যবহার করার সময় যাতে কোনও ভাবে ব্যহত না হয়৷
6/6
ভাইব্রেটরটি যে সংস্থা তৈরি করেছে, সেই স্যাটিসফায়ার মেন-এর বক্তব্য, পুরুষদের যৌনসুখের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে৷ সম্পূর্ণ সুখ পাবেন৷ একেবারে ওরাল সেক্সের মতো৷
ভাইব্রেটরটি যে সংস্থা তৈরি করেছে, সেই স্যাটিসফায়ার মেন-এর বক্তব্য, পুরুষদের যৌনসুখের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে৷ সম্পূর্ণ সুখ পাবেন৷ একেবারে ওরাল সেক্সের মতো৷