আজ থেকে বাধ্যতামূলক FASTag, স্টিকার না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কী ভাবে রিচার্জ করা যাবে FASTag? FASTag কেনার পদ্ধতি কী? আর কারাই বা ছাড় পাচ্ছেন এই FASTag থেকে, জেনে নেওয়া যাক বিশদে!
গত বছর নভেম্বর মাসেই কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে নতুন বছর থেকে অত্যাবশ্যক হতে চলেছে FASTag। সেই সূত্রেই আজ ১৫ ফেব্রুয়ারি থেকে সবার জন্য বাধ্যতামূলক হতে চলেছে এই বিশেষ প্রক্রিয়া। এক্ষেত্রে যাঁরা FASTag ব্যবহার করবেন না, তাঁদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ হতে পারে টোল ট্যাক্স। নেওয়া হতে পারে কড়া ব্যবস্থাও। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কী ভাবে রিচার্জ করা যাবে FASTag? FASTag কেনার পদ্ধতি কী? আর কারাই বা ছাড় পাচ্ছেন এই FASTag থেকে, জেনে নেওয়া যাক বিশদে!
advertisement
কী এই FASTag? এই ব্যবস্থায় গাড়িতে FASTag স্টিকার লাগিয়ে রাখতে হয়। আসলে রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তির মাধ্যমে প্রতিটি গাড়িকে পৃথক বারকোড দিয়ে চিহ্নিত করা হয়। যা সেই গাড়ির রেজিস্ট্রেশন তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। লেনের মধ্যে দিয়ে গাড়ি গেলে অ্যাকাউন্ট থেকে টোলের নির্দিষ্ট টাকা কেটে যাবে।
advertisement
advertisement
FASTag কিনতে কী কী নথি লাগবে? একাধিক অপশন রয়েছে। যদি নিজের গাড়ির জন্য কেউ FASTag কিনতে চান, তাহলে টোল প্লাজা থেকে নির্দিষ্ট স্কিমের FASTag কিনতে পারেন। এক্ষেত্রে একটি আবশ্যক KYC প্রক্রিয়াকরণ রয়েছে। এগুলি ছাড়াও HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক ব্যাঙ্ক বা Axis ব্যাঙ্কের সঙ্গে কথা বলা যেতে পারে। ব্যাঙ্কের ক্ষেত্রে একটি RC রিপোর্টের প্রয়োজন পড়ে। FASTag কিনতে মূলত গাড়ির মালিকদের গাড়ির রেজিস্ট্রেশন, পাসপোর্ট সাইজের ছবি, পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হয়। অনলাইনেও কেনা যেতে পারে। এক্ষেত্রেও RC রিপোর্টের প্রয়োজন পড়ে।
advertisement
FASTag-এর সুবিধা কী? রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তিতে কাজ করবে FASTag। টোল প্লাজার মধ্য দিয়ে যাওয়ার সময় সেই ট্যাগ স্ক্যান হলেই পাসিং গেট খুলে যাবে। ন্যাশনাল হাইওয়েজ ফি রুল ২০০৮ অনুযায়ী, টোল প্লাজাতে কিছু লেন রয়েছে, যা FASTag ব্যবহারকারীদের জন্যই বরাদ্দ। এই লেনে এগিয়ে গেলে FASTag নিজে থেকেই ডিটেক্ট হয়ে যাবে। এবং পেমেন্ট হয়ে যাবে। গাড়ি থামানোর প্রয়োজনও পড়বে না। টোল প্লাজায় এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম সময় বাঁচানোর পাশাপাশি সামগ্রিক প্রক্রিয়াকেও আরও সহজ করে তুলবে। টোল প্লাজায় ভিড়ও কমবে। জ্বালানিও বাঁচবে।
advertisement
কোথায় পাওয়া যাবে FASTag? বেশ কয়েকটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সরকার। এক্ষেত্রে HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, Axis ব্যাঙ্কের সঙ্গে কথা বলা যেতে পারে। Google Pay-এর সাহায্যেও FASTag-এর পেমেন্ট করা যাবে। এগুলির পাশাপাশি Amazon, PayTM বা Airtel Payment App-এ মিলবে এই পরিষেবা।
advertisement
কী ভাবে রিচার্জ করা যাবে FASTag? বিষয়টি খুবই সহজ। এক্ষেত্রে দু'টি অপশন রয়েছে। প্রথমে ব্যাঙ্কের তৈরি FASTag ওয়ালেটটি ব্যবহার করতে হবে। তার পর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে রিচার্জ করতে হবে। এক্ষেত্রে ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী যে কোনও UPI, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা পেমেন্ট মোড ব্যবহার করা যাবে। যদি Paytm বা PhonePe-র মতো কোনও মোবাইল ওয়ালেট অ্যাপ থাকে, তাহলে সেখান থেকেও রিচার্জ করা যাবে। Airtel Payment-এর সাহায্যেও রিচার্জ করা যেতে পারে FASTag।
advertisement