FASTag Annual Pass: একবার রিচার্জেই সারা বছর নিশ্চিন্ত! FASTag-এর বার্ষিক পাস পেতে কী করতে হবে? কীভাবে কিনবেন? কী কী সুবিধা পাবেন জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
FASTag Annual Pass: FASTag বার্ষিক পাস চালু হল প্রাইভেট গাড়ির জন্য। ন্যাশনাল হাইওয়েতে সহজে যাতায়াত সম্ভব হবে, টোল দিতে বারবার রিচার্জ লাগবে না।
১৫ অগাস্ট থেকেই প্রাইভেট গাড়ি, জিপ এবং ভ্যানের জন্য অ্যানুয়াল হাইওয়ে টোল পাস রোল আউট শুরু হয়ে গিয়েছে। এর এক দিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে FASTag-ভিত্তিক বার্ষিক পাসের জন্য প্রি-বুকিং উইন্ডো খোলা হয়েছিল। এখানে ব্যবহার করা হবে Radio Frequency Identification (RFID) প্রযুক্তি। আর সেই প্রযুক্তি ব্যবহার করেই গাড়ির সঙ্গে লিঙ্ক করা প্রিপেড অ্যাকাউন্ট থেকে টোল চার্জ আপনাআপনি কেটে নেওয়া হবে। তাহলে এই বার্ষিক পাসের বিষয়ে সমস্ত তথ্য জেনে নেওয়া যাক।
advertisement
FASTag অ্যানুয়াল পাস কী? এটি একটি প্রিপেড পাস। শুধুমাত্র অবাণিজ্যিক বা নন-কমার্শিয়াল প্রাইভেট গাড়ির জন্য এটি প্রযোজ্য হবে। এই গাড়িগুলির মধ্যে অন্যতম হল - গাড়ি, জিপ এবং ভ্যান। এর ফলে National Highway দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবেন পথচারীরা। আর টোল পেমেন্ট করার জন্য বারবার FASTag কার্ড রিচার্জ করতে হবে না তাঁদের।
advertisement
advertisement
advertisement
পাসটি কীভাবে অ্যাক্টিভেট হবে? পাসটি অ্যাক্টিভেট করতে গাড়ির চালককে নিজের গাড়ি এবং তার FASTag ভেরিফাই করতে হবে। এরপরে তাঁকে ৩০০০ টাকা দিতে হবে। পেমেন্ট করার মাত্র ২ ঘণ্টার মধ্যেই এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর সেটি ১ বছরের জন্য ব্যবহার করা যাবে। রাজ্য সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এক্সপ্রেসওয়ে এবং State Highways (SH)-তে থাকা ফি প্লাজাগুলিতে এই FASTag রেগুলার হিসেবে থাকবে। আর অ্যাপ্লিকেবল ইউজার ফি চার্জ লাগু হতে পারে।
advertisement
বিদ্যমান ব্যবহারকারীদের কি নতুন FASTag নিতে হবে? সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, যাঁদের গাড়িতে ইতিমধ্যেই FASTag করা রয়েছে, তাঁদের আর নতুন FASTag কিনতে হবে না। ব্যবহারকারী নিজের বিদ্যমান গাড়িতে এই পাস অ্যাক্টিভেট করতে পারবেন। যদিও বার্ষিক পাস নেওয়ার জন্য FASTag-এর KYC করাতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement