চোখ ভালো রাখতে চান? নিশ্চিন্তে করুন ফেসবুক !

Last Updated:
1/7
সম্প্রতি Facebook Messenger এর ডিজাইন ঢেলে সাজানো হয়েছিল। ইতিমধ্যেই সেই ডিজাইন পৌঁছেছে গ্রাহকের মোবাইলে। (Photo collected)
সম্প্রতি Facebook Messenger এর ডিজাইন ঢেলে সাজানো হয়েছিল। ইতিমধ্যেই সেই ডিজাইন পৌঁছেছে গ্রাহকের মোবাইলে। (Photo collected)
advertisement
2/7
গত বছর Messenger এ ডার্ক মোড নিয়ে আসার কথা জানিয়েছিল Facebook। এবার সেই ফিচার পরীক্ষা শুরু করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট। একাধিক দেশে এই ফিচার পেয়েছেন গ্রাহকরা। (Photo collected)
গত বছর Messenger এ ডার্ক মোড নিয়ে আসার কথা জানিয়েছিল Facebook। এবার সেই ফিচার পরীক্ষা শুরু করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট। একাধিক দেশে এই ফিচার পেয়েছেন গ্রাহকরা। (Photo collected)
advertisement
3/7
সম্প্রতি টুইটারে ডার্ক মোডে Facebook Messenger এর একটি স্ক্রিন শট প্রকাশিত হয়েছে। (Photo collected)
সম্প্রতি টুইটারে ডার্ক মোডে Facebook Messenger এর একটি স্ক্রিন শট প্রকাশিত হয়েছে। (Photo collected)
advertisement
4/7
নতুন এই ফিচারে Messenger ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে। এর ফলে যেমন Messenger ব্যবহারের সময় ফোনের ব্যাটারি কম খরচ হবে (Photo collected)
নতুন এই ফিচারে Messenger ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে। এর ফলে যেমন Messenger ব্যবহারের সময় ফোনের ব্যাটারি কম খরচ হবে (Photo collected)
advertisement
5/7
একই ভাবে উজ্জ্বল আলোর হাত থেকে রেহাই পাবে চোখ। Facebook Messenger ব্যবহারের সময় চোখে কম চাপ পড়বে। (Photo collected)
একই ভাবে উজ্জ্বল আলোর হাত থেকে রেহাই পাবে চোখ। Facebook Messenger ব্যবহারের সময় চোখে কম চাপ পড়বে। (Photo collected)
advertisement
6/7
আগে সেপ্টেম্বর মাসে এক রিপোর্টে এই ফিচারের খবর পাওয়া গিয়েছিল। এখনও স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছায়নি। এই মুহুর্তে সারা বিশ্বে 130 কোটি গ্রাহক Messenger ব্যবহার করেন। (Photo collected)
আগে সেপ্টেম্বর মাসে এক রিপোর্টে এই ফিচারের খবর পাওয়া গিয়েছিল। এখনও স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছায়নি। এই মুহুর্তে সারা বিশ্বে 130 কোটি গ্রাহক Messenger ব্যবহার করেন। (Photo collected)
advertisement
7/7
কিন্তু এখন নির্দিষ্ট কিছু দেশের গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারছেন। (Photo collected)
কিন্তু এখন নির্দিষ্ট কিছু দেশের গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারছেন। (Photo collected)
advertisement
advertisement
advertisement