Facebook: Facebook শব্দের বাংলা অর্থ কী, কখনও ভেবেছেন এমন প্রশ্ন! জেনে নিন বিশদে

Last Updated:
1/10
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হল Facebook। ফেসবুকে অ্যাকাউন্ট নেই, এমন হয়তো হাতেগোনা খুব কম লোকই পাওয়া যাবে। কিন্তু এই Facebook-শব্দটির প্রকৃত বাংলা অর্থ কী! (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হল Facebook। ফেসবুকে অ্যাকাউন্ট নেই, এমন হয়তো হাতেগোনা খুব কম লোকই পাওয়া যাবে। কিন্তু এই Facebook-শব্দটির প্রকৃত বাংলা অর্থ কী! (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
2/10
ফেসবুক বর্তমানে বাংলা ভাষাতেও রয়েছে। গুগল প্লে স্টোর থেকে আপনি ফেসবুক অ্যাপ ডাউনলোড করে সেটিংসে গিয়ে আপনি নিজের পছন্দসই ভাষায় গোটা অ্যাপটিকে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ ইংলিশ থেকে আপনার পছন্দসই ভাষায় সেটি পরিবর্তন হয়ে যাবে। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
ফেসবুক বর্তমানে বাংলা ভাষাতেও রয়েছে। গুগল প্লে স্টোর থেকে আপনি ফেসবুক অ্যাপ ডাউনলোড করে সেটিংসে গিয়ে আপনি নিজের পছন্দসই ভাষায় গোটা অ্যাপটিকে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ ইংলিশ থেকে আপনার পছন্দসই ভাষায় সেটি পরিবর্তন হয়ে যাবে। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
3/10
কিন্তু ভাষা পরিবর্তনের পরে Facebook শব্দটির বাংলা হয়ে দাঁড়ায় ফেসবুক। বিভিন্ন বাংলা ওয়েবসাইট থেকে শুরু করে গুগলেও Facebook-র বাংলা হিসাবে ফেসবুক শব্দই লেখা হয়ে থাকে। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
কিন্তু ভাষা পরিবর্তনের পরে Facebook শব্দটির বাংলা হয়ে দাঁড়ায় ফেসবুক। বিভিন্ন বাংলা ওয়েবসাইট থেকে শুরু করে গুগলেও Facebook-র বাংলা হিসাবে ফেসবুক শব্দই লেখা হয়ে থাকে। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
4/10
কিন্তু বাংলা অভিধানে আদৌ ফেসবুক বলে কোনও শব্দ হয় না। কারণ, 'ফেস' (Face) এবং 'বুক' (Book) দুটি ইংরাজি শব্দ। এই দুটি শব্দের বাংলা অর্থ হল মুখ এবং বই। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
কিন্তু বাংলা অভিধানে আদৌ ফেসবুক বলে কোনও শব্দ হয় না। কারণ, 'ফেস' (Face) এবং 'বুক' (Book) দুটি ইংরাজি শব্দ। এই দুটি শব্দের বাংলা অর্থ হল মুখ এবং বই। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
5/10
সেক্ষেত্রে  Facebook শব্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় মুখবই। কিন্তু এমন কোনও শব্দও কিন্তু কোনও অভিধানে নেই। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
সেক্ষেত্রে Facebook শব্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় মুখবই। কিন্তু এমন কোনও শব্দও কিন্তু কোনও অভিধানে নেই। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
6/10
এমনকী কোথাও ফেসবুকের বদলে মুখবই লেখা হয়েছে কিনা, তারও নজির নেই। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
এমনকী কোথাও ফেসবুকের বদলে মুখবই লেখা হয়েছে কিনা, তারও নজির নেই। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
7/10
প্রসঙ্গত, ২০০৪ সালে মার্ক জুকেরবার্গ ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে তৈরি করেন। তিনি সেই সময়ে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্যই এটি তৈরি করেছিলেন। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
প্রসঙ্গত, ২০০৪ সালে মার্ক জুকেরবার্গ ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে তৈরি করেন। তিনি সেই সময়ে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্যই এটি তৈরি করেছিলেন। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
8/10
পড়ুয়াদের মধ্যে সহজে জনপ্রিয়তা রাখার লক্ষ্যে Facebook শব্দটি দিয়ে অ্যাপটির নাম রেখেছিলেন প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ এবং সহ-প্রতিষ্ঠাতারা। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
পড়ুয়াদের মধ্যে সহজে জনপ্রিয়তা রাখার লক্ষ্যে Facebook শব্দটি দিয়ে অ্যাপটির নাম রেখেছিলেন প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ এবং সহ-প্রতিষ্ঠাতারা। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
9/10
ফলে দেখাই যাচ্ছে আদতে Facebook শব্দটির আদতে নিয়ে আসা হয়েছে ২০০৪ সালে। ফলে স্বাভাবিক ভাবে এই শব্দের কোনও বাংলা অভিধান থাকা কথা নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
ফলে দেখাই যাচ্ছে আদতে Facebook শব্দটির আদতে নিয়ে আসা হয়েছে ২০০৪ সালে। ফলে স্বাভাবিক ভাবে এই শব্দের কোনও বাংলা অভিধান থাকা কথা নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
10/10
কিন্তু Facebook শব্দের বাংলা অর্থ যদি করা হয়ে থাকে, তাহলে এই শব্দটিকে 'মুখচ্ছবির বই' হিসাবে বলা যেতে পারে। কারণ, 'মুখবই' বলে কোনও শব্দ হয় না। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
কিন্তু Facebook শব্দের বাংলা অর্থ যদি করা হয়ে থাকে, তাহলে এই শব্দটিকে 'মুখচ্ছবির বই' হিসাবে বলা যেতে পারে। কারণ, 'মুখবই' বলে কোনও শব্দ হয় না। (প্রতীকী ছবি, সৌজন্যে-pixabay)
advertisement
advertisement
advertisement