ফেসবুকের নযা চমক, Messenger Rooms-এ একসঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন ৫০ জন

Last Updated:
Messenger Rooms অ্যাপ ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জন ভিডিও কনফারেন্স করতে পারবেন।
1/5
করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। আর এই পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম। কিন্ত এই অ্যাপ-এর নিরাপত্তা নিয়ে সতর্ক করেছে খোদ কেন্দ্রই৷ তাই মুশকিল আসানে এ বার Facebook।
করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। আর এই পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম। কিন্ত এই অ্যাপ-এর নিরাপত্তা নিয়ে সতর্ক করেছে খোদ কেন্দ্রই৷ তাই মুশকিল আসানে এ বার Facebook।
advertisement
2/5
এবার ভিডিও ক্লিং আরও সহজ করতে Facebook লঞ্চ করল Messenger Rooms। কোম্পানি নতুন এই অ্যাপ গ্রুপ ভিডিও চ্যাট আর সামাজিক দূরত্ব বজায় রাখাকে মাথা রেখে লঞ্চ করেছে। সেলিব্রেশন থেকে শুরু করে গেম নাইট সব কিছুর জন্য  Messenger Room ব্যবহার করতে পাড়বে সকলে।
এবার ভিডিও ক্লিং আরও সহজ করতে Facebook লঞ্চ করল Messenger Rooms। কোম্পানি নতুন এই অ্যাপ গ্রুপ ভিডিও চ্যাট আর সামাজিক দূরত্ব বজায় রাখাকে মাথা রেখে লঞ্চ করেছে। সেলিব্রেশন থেকে শুরু করে গেম নাইট সব কিছুর জন্য Messenger Room ব্যবহার করতে পাড়বে সকলে।
advertisement
3/5
Messenger Rooms অ্যাপ ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জন ভিডিও কনফারেন্স করতে পারবেন। মার্ক জাকারবার্গ নিজে মাজ রাতে Messenger Rooms লঞ্চের ঘোষণা করেছে। তিনি লিখেছেন যে বন্ধুরের আমন্ত্রণে লিঙ্ক পাঠিয়ে দিন, আর শুরু করে দিন আড্ডা। এর জন্য Facebook অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। লিঙ্কে ক্লিক করে সে আপনার সঙ্গে জুড়তে পাড়বে চ্যাটে।
Messenger Rooms অ্যাপ ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জন ভিডিও কনফারেন্স করতে পারবেন। মার্ক জাকারবার্গ নিজে মাজ রাতে Messenger Rooms লঞ্চের ঘোষণা করেছে। তিনি লিখেছেন যে বন্ধুরের আমন্ত্রণে লিঙ্ক পাঠিয়ে দিন, আর শুরু করে দিন আড্ডা। এর জন্য Facebook অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। লিঙ্কে ক্লিক করে সে আপনার সঙ্গে জুড়তে পাড়বে চ্যাটে।
advertisement
4/5
এতে ভিডিও ক্লিং করার জন্য কোনও টাইম লিমিট নেই, সঙ্গে এয়ে রয়েছে AI-র মতো ফিচার। এর সাহায্যে ইউজার আলাদা আলাদা ফিলতার ব্যবহার করতে পাড়বেন ভিডিও ক্লিং-এর সময়। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের সাহায্যেও আপনি রুম তৈরি করে লিঙ্ক পাঠিয়ে দিয়ে পারেন।
এতে ভিডিও ক্লিং করার জন্য কোনও টাইম লিমিট নেই, সঙ্গে এয়ে রয়েছে AI-র মতো ফিচার। এর সাহায্যে ইউজার আলাদা আলাদা ফিলতার ব্যবহার করতে পাড়বেন ভিডিও ক্লিং-এর সময়। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের সাহায্যেও আপনি রুম তৈরি করে লিঙ্ক পাঠিয়ে দিয়ে পারেন।
advertisement
5/5
আপনি NewsFeed-এ গিয়ে রুম খুঁজে বার করতে পাড়বেন, যেখানে আওনার বন্ধুরা রয়েছে। আর সেই রুমে গিয়ে আপনি ‘Hi’ করতে পাড়বেন। যে রুম তৈরি করেছে তার কাছে রুম লক বা বন্ধ করে রাখার অপশনো থাকবে। এর ফলে যখন তখন কেউ ওই রুমে ঢুকতে পাড়বে না। সেই সঙ্গে অ্যাডমিনের কাছে কাউকে সরিয়ে দেওয়ারও অপশন থাকবে।
আপনি NewsFeed-এ গিয়ে রুম খুঁজে বার করতে পাড়বেন, যেখানে আওনার বন্ধুরা রয়েছে। আর সেই রুমে গিয়ে আপনি ‘Hi’ করতে পাড়বেন। যে রুম তৈরি করেছে তার কাছে রুম লক বা বন্ধ করে রাখার অপশনো থাকবে। এর ফলে যখন তখন কেউ ওই রুমে ঢুকতে পাড়বে না। সেই সঙ্গে অ্যাডমিনের কাছে কাউকে সরিয়ে দেওয়ারও অপশন থাকবে।
advertisement
advertisement
advertisement