Electricity Bill Saving Tips: মোবাইলের চার্জার দিনভর প্লাগে লাগানোই থাকে? এতেই চড়চড়িয়ে বাড়ছে বিল! ১ সেকেন্ডের 'এই' কাজে বিদ্যুতের বিল হবে অর্ধেক
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Electricity Bill Saving Tips: বাড়িতে চার্জার বা অন্যান্য ডিভাইস প্লাগ ইন করে রাখেন? তাহলে জেনে নিন প্লাগ ইন থাকলে সত্যিই বিদ্যুৎ খরচ হয় কিনা, এবং কীভাবে এই অভ্যাস বদলে বিদ্যুৎ বিল কমানো যেতে পারে।
মোবাইল এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী। দিনের একটা দীর্ঘসময় আমরা ফোন ব্যবহার করি, তাই এতে অনবরত চার্জ দিতে হয়। সেক্ষেত্রে অনেকেই প্লাগবোর্ডে চার্জারের সুইচ অন রেখে দেন। আবার অনেক সময় এমন হয় যে অনেকেই ইলেকট্রনিক ডিভাইস চার্জার প্লাগের সঙ্গে সংযোগ করেও স্যুইচ অন করতে ভুলে যান, তাই সেটা অন করেই রাখেন। তবে এমনটা করলে কি বিদ্যুৎ অপচয় হয়?
advertisement
advertisement
advertisement
চার্জারগুলো ডিভাইস চার্জ না করলেও বিদ্যুৎ খরচ করে: চার্জারে একটি ট্রান্সফরমার এবং কিছু সার্কিট থাকে, যার জন্য কোনও ডিভাইস সংযুক্ত না থাকলেও অবিরাম বিদ্যুৎ চলাচল করতে থাকে। চার্জারের অভ্যন্তরীণ সার্কিটগুলি সচল রাখতে এবং ডিভাইসটি চার্জ করার জন্য প্রস্তুত রাখতে এই অল্প পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়।
advertisement
advertisement
advertisement
তবে এই ক্ষেত্রে এটাও বলে রাখা ভাল যে একেক চার্জারের বিদ্যুৎ খরচ একেক রকমের হয়। ফাইভ স্টার, ফোর স্টার বা থ্রি স্টার ইত্যাদি নানা ধরনের চার্জার ভিন্ন ভিন্ন পরিমাণ বিদ্যুৎ খরচ করে। তবে, চার্জার সার্কিটের বিভিন্ন অংশ যেমন ট্রান্সফরমার, রেকটিফায়ার এবং ফিল্টার ইত্যাদি চালু রাখতে সমস্ত চার্জারই কিছু পরিমাণ বিদ্যুৎ খরচ করে। তাই এই চার্জারগুলো প্লাগ অফ করে রাখাই ভাল!