Earphone Under 500: ৫০০ টাকার কমেই বাজার মাতাচ্ছে সেরা এই ৫ ইয়ারফোন! সাধ্যের মধ্যেই সাধপূরণ
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
৫০০ টাকার কম হলেও, এই ধরনের ইয়ারফোনগুলো জনপ্রিয় ব্র্যান্ডের। এক নজরে দেখে নেওয়া যাক ৫০০ টাকার কমে সেরা ৫ ইয়ারফোন।
বর্তমানে স্মার্টফোনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইয়ারফোনের চাহিদা। এই চাহিদার কথা মাথায় রেখে ভারতের বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের ইয়ারফোন। আজকাল বেশিরভাগ মানুষ ইয়ারবাড কিনতে পছন্দ করেন। কারণ এতে তারের কোনও সমস্যা নেই। কিন্তু, দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং ভাল ব্যাটারি যুক্ত ইয়ারবাডগুলি কিছুটা ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে তারযুক্ত ইয়ারফোন এখনও সেরা। কারণ এতে সাউন্ড কোয়ালিটিও শক্তিশালী এবং ব্যাটারি ফুরিয়ে যাওয়ার কোনও টেনশন নেই। ভারতের বাজারে এই মুহূর্তে ৫০০ টাকার কমে কয়েকটি ভালৃ ইয়ারফোন রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ৫০০ টাকার কম হলেও, এই ধরনের ইয়ারফোনগুলো জনপ্রিয় ব্র্যান্ডের। এক নজরে দেখে নেওয়া যাক ৫০০ টাকার কমে সেরা ৫ ইয়ারফোন।
advertisement
BoAt BassHeads 103 - BoAt BassHeads 103 হল একটি ইন-ইয়ার তারযুক্ত ইয়ারফোন। জনপ্রিয় কোম্পানি BoAt এর এই ইয়ারফোন BoAt BassHeads 103 ইয়ারফোন ১০mm ড্রাইভার যুক্ত। BoAt BassHeads 103-এ ব্যবহার করা হয়েছে প্যাসিভ নয়েজ ক্যানসেলেশনের মতো ফিচার। এছাড়াও এই ইয়ারফোনে অতিরিক্ত বেসও পাওয়া যায়। গ্রাহকরা এটি BoAt কোম্পানির সাইট থেকে ৪৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement