এসি থেকে বেরনো গন্ধ ভয়ানক! অবহেলা করলেই বিপদ, খরচের শেষ থাকবে না!

Last Updated:
Smell reasons from Air Conditioner: একেকটি এসি থেকে একেকরকম দুর্গন্ধ বেরোয়। সেই দুর্গন্ধেরও কিন্তু প্রকারভেদ রয়েছে। কারণ সেই দুর্গন্ধের কারণও ভিন্ন। সেই দুর্গন্ধ অবহেলা করলে কিন্তু এসির জন্য আপনার খরচ অনেকটা বেড়ে যেতে পারে।
1/11
ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। গত কয়েকদিনে বাংলার কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি নেমেছিল। তবে আবার গত ২ দিন ধরে গরম বেড়েছে। এই সময় ফের এসি কেনার ধুম পড়েছে।
ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। গত কয়েকদিনে বাংলার কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি নেমেছিল। তবে আবার গত ২ দিন ধরে গরম বেড়েছে। এই সময় ফের এসি কেনার ধুম পড়েছে।
advertisement
2/11
এসি কিনলেই তো আর হল না! অনেকেরই আসল চিন্তা থাকে ইলেকট্রিক বিল। তবে কিছু টিপস মেনে চললে ইলেট্রিক বিল আয়ত্তে রাখা সম্ভব।
এসি কিনলেই তো আর হল না! অনেকেরই আসল চিন্তা থাকে ইলেকট্রিক বিল। তবে কিছু টিপস মেনে চললে ইলেট্রিক বিল আয়ত্তে রাখা সম্ভব।
advertisement
3/11
আজ অবশ্য আমরা এসির মেইন্টেনেন্স বা ইলেট্রিক বিল কথা বলব না। আজ আমরা আপনাদের তার থেকেও গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে বলব।
আজ অবশ্য আমরা এসির মেইন্টেনেন্স বা ইলেট্রিক বিল কথা বলব না। আজ আমরা আপনাদের তার থেকেও গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে বলব।
advertisement
4/11
অনেক সময় এসি থেকে দুর্গন্ধ বেরোয়। বেশিরভাগ এটা হওয়ার কারণ, বেশি তাপমাত্রায় এসি চালানো।
অনেক সময় এসি থেকে দুর্গন্ধ বেরোয়। বেশিরভাগ এটা হওয়ার কারণ, বেশি তাপমাত্রায় এসি চালানো।
advertisement
5/11
এসি বেশি তাপমাত্রায় চালালে ভিতরে আদ্রতা জন্মায়। সেই থেকে অনেক সময় ব্যাকটেরিয়ার উপদ্রব হয়। এছাড়া এসির ভিতরে ধুলো জমলেও দুর্গন্ধ ছড়ায়।
এসি বেশি তাপমাত্রায় চালালে ভিতরে আদ্রতা জন্মায়। সেই থেকে অনেক সময় ব্যাকটেরিয়ার উপদ্রব হয়। এছাড়া এসির ভিতরে ধুলো জমলেও দুর্গন্ধ ছড়ায়।
advertisement
6/11
একেকটি এসি থেকে একেকরকম দুর্গন্ধ বেরোয়। সেই দুর্গন্ধেরও কিন্তু প্রকারভেদ রয়েছে। কারণ সেই দুর্গন্ধের কারণও ভিন্ন।
একেকটি এসি থেকে একেকরকম দুর্গন্ধ বেরোয়। সেই দুর্গন্ধেরও কিন্তু প্রকারভেদ রয়েছে। কারণ সেই দুর্গন্ধের কারণও ভিন্ন।
advertisement
7/11
যেমন ধরুন, এসি থেকে নোংরা মোজার মতো গন্ধ বেরোলে বুঝতে হবে, ভিতরে ধুলো জমেছে। এমনকী ব্যাকটেরিয়া হলেও এমনই গন্ধ হয়।
যেমন ধরুন, এসি থেকে নোংরা মোজার মতো গন্ধ বেরোলে বুঝতে হবে, ভিতরে ধুলো জমেছে। এমনকী ব্যাকটেরিয়া হলেও এমনই গন্ধ হয়।
advertisement
8/11
এসির ভিতরে কীট-পতঙ্গ মরে গেলে পঁচা ডিমের মতো দুর্গন্ধ ছড়াতে পারে।
এসির ভিতরে কীট-পতঙ্গ মরে গেলে পঁচা ডিমের মতো দুর্গন্ধ ছড়াতে পারে।
advertisement
9/11
এসির মোটর বা কোনও যন্ত্রাংশ বিগরোলেও দুর্গন্ধ বেরোতে পারে। সেক্ষেত্রে পোড়া গন্ধ বেরোবে।
এসির মোটর বা কোনও যন্ত্রাংশ বিগরোলেও দুর্গন্ধ বেরোতে পারে। সেক্ষেত্রে পোড়া গন্ধ বেরোবে।
advertisement
10/11
এসির কোনও অংশ অতিরিক্ত গরম হলে বাইকের এক্সহস্ট-এর মতো গন্ধ বেরোতে পারে।
এসির কোনও অংশ অতিরিক্ত গরম হলে বাইকের এক্সহস্ট-এর মতো গন্ধ বেরোতে পারে।
advertisement
11/11
এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন। এসিতে কোনওভাবেই যেন জল প্রবেশ না করে! এসির ড্রেন প্যান পরিষ্কার রাখতে হবে। গরমের মরশুম শুরুর আগেই এসি সার্ভিস করিয়ে নিতে হয়।
এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন। এসিতে কোনওভাবেই যেন জল প্রবেশ না করে! এসির ড্রেন প্যান পরিষ্কার রাখতে হবে। গরমের মরশুম শুরুর আগেই এসি সার্ভিস করিয়ে নিতে হয়।
advertisement
advertisement
advertisement