বাড়ির কোন জায়গায় টিভি রাখতে নেই? জানেন কি? ভুল করে রেখে থাকলে জেনে নিন

Last Updated:
Smart tv position: বাড়ির কোন দিনে টিভি রাখা ভাল! জেনে নিন।
1/6
আজকাল অনেক বাড়িতেই স্মার্ট এলইডি টিভি দেখা যায়। সাধারণ টিভির থেকে এই টিভিতে ফিচার্স অনেক বেশি।
আজকাল অনেক বাড়িতেই স্মার্ট এলইডি টিভি দেখা যায়। সাধারণ টিভির থেকে এই টিভিতে ফিচার্স অনেক বেশি।
advertisement
2/6
তবে অনেকেই ভুল জায়গায় স্মার্ট এলইডি টিভি ইনস্টল করেন। ফলে টিভি তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
তবে অনেকেই ভুল জায়গায় স্মার্ট এলইডি টিভি ইনস্টল করেন। ফলে টিভি তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
advertisement
3/6
স্মার্ট এলইডি টিভি কখনওই দেওয়ালে লাগানো ঠিক নয়। বিশেষ করে এমন দেওয়ালে, যাতে বর্ষার সময় ড্যাম্প ধরে।
স্মার্ট এলইডি টিভি কখনওই দেওয়ালে লাগানো ঠিক নয়। বিশেষ করে এমন দেওয়ালে, যাতে বর্ষার সময় ড্যাম্প ধরে।
advertisement
4/6
কোনওরকম গরম জিনিসের পাশে বা সামনে স্মার্ট এলইডি টিভি রাখা ঠিক নয়। এই টিভির বেশিরভাগ পার্টস প্লাস্টিকের। অতিরিক্ত গরমে সেই পার্টস খারাপ হতে পারে।
কোনওরকম গরম জিনিসের পাশে বা সামনে স্মার্ট এলইডি টিভি রাখা ঠিক নয়। এই টিভির বেশিরভাগ পার্টস প্লাস্টিকের। অতিরিক্ত গরমে সেই পার্টস খারাপ হতে পারে।
advertisement
5/6
দেওয়াল থেকে দূরে কাঠের সেলফ-এ টিভি রাখা সব থেকে ভাল। এতে টিভির কোনওরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।
দেওয়াল থেকে দূরে কাঠের সেলফ-এ টিভি রাখা সব থেকে ভাল। এতে টিভির কোনওরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।
advertisement
6/6
টিভি হ্যাঙ্গিং স্ট্যান্ডে রাখতে পারেন। এতেও টিভিতে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এই স্ট্যান্ডে টিভি রাখলে সেটি দেওয়াল থেকে দূরে থাকবে।
টিভি হ্যাঙ্গিং স্ট্যান্ডে রাখতে পারেন। এতেও টিভিতে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এই স্ট্যান্ডে টিভি রাখলে সেটি দেওয়াল থেকে দূরে থাকবে।
advertisement
advertisement
advertisement