এসি বন্ধ করার সময় অনেকে এমন ভুল করেন! বিল ওঠে, অকারণে টাকা খরচ হয়!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
রিমোট থেকে এসি বন্ধ করলেও এটি বিদ্যুৎ খরচ করতে থাকবে। অনেকের অভিযোগ, অল্প সময়ের জন্য এসি চালানোর পরও তাঁদের বিদ্যুৎ বিল খুব বেশি আসছে। এক নজরে দেখে নেওয়া যাক, কেন কম এসি ব্যবহার করেও বিদ্যুৎ বিল বেশি আসে।
advertisement
advertisement
বেশিরভাগ মানুষই নিজেদের বেডরুমে এসি লাগিয়ে থাকেন। রাতে ঘুমানোর সময় বা প্রয়োজন না হলে রিমোট থেকে এসি বন্ধ করে দেন। সেই সময় বেশিরভাগ মানুষ মেন সুইচ থেকে এসি বন্ধ করেন না। কিন্তু এখানে একটি ভুল তাঁদের বিদ্যুতের বিল বাড়িয়ে দিতে পারে। আসলে, এই সময়ে ইনডোর ইউনিট বন্ধ হয়ে যায়। কিন্তু, আউটডোর ইউনিট চলতে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement