Diwali Cashback Offer: ৬টি লাড্ডু পেলেই ১০০১ টাকা! দীপাবলির উপহার গুগল পে’র

Last Updated:
দীপাবলিতে ১০০১ টাকার ক্যাশব্যাক জেতার সুযোগ, দূর্দান্ত অফার নিয়ে এল গুগল পে, দেখে নিন কী করতে হবে
1/7
আজ বাদে কাল দীপবালি। তবে ধনতেরস থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে। আলোর মালায় সেজে উঠেছে বাড়িঘর। বাজারে ভিড়। আতশবাজি থেকে মিষ্টি, চলছে দেদার কেনাকাটা। এবার উৎসবের আনন্দ দ্বিগুণ করতে স্পেশাল ক্যাশব্যাক অফার নিয়ে এল গুগল পে।
আজ বাদে কাল দীপবালি। তবে ধনতেরস থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে। আলোর মালায় সেজে উঠেছে বাড়িঘর। বাজারে ভিড়। আতশবাজি থেকে মিষ্টি, চলছে দেদার কেনাকাটা। এবার উৎসবের আনন্দ দ্বিগুণ করতে স্পেশাল ক্যাশব্যাক অফার নিয়ে এল গুগল পে।
advertisement
2/7
দীপাবলির কেনাকাটায় সর্বোচ্চ ১০০১ টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ দিচ্ছে ডিজিটাল পেমেন্ট অ্যাপ। গুগল পে এর নাম দিয়েছে ‘লাড্ডু’ ক্যাম্পেন। পুরস্কার জেতার জন্য ইউজারদের ৭ নভেম্বরের মধ্যে ৬টি ইউনিক লাড্ডু কার্ড সংগ্রহ করতে হবে। তাহলেই মিলবে একটি স্ক্র্যাচ কার্ড। তাতে বিভিন্ন পরিমাণ জেতার সুযোগ পাচ্ছেন ইউজার।
দীপাবলির কেনাকাটায় সর্বোচ্চ ১০০১ টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ দিচ্ছে ডিজিটাল পেমেন্ট অ্যাপ। গুগল পে এর নাম দিয়েছে ‘লাড্ডু’ ক্যাম্পেন। পুরস্কার জেতার জন্য ইউজারদের ৭ নভেম্বরের মধ্যে ৬টি ইউনিক লাড্ডু কার্ড সংগ্রহ করতে হবে। তাহলেই মিলবে একটি স্ক্র্যাচ কার্ড। তাতে বিভিন্ন পরিমাণ জেতার সুযোগ পাচ্ছেন ইউজার।
advertisement
3/7
অংশগ্রহণের পদ্ধতি: গুগল পে-এর লাড্ডু ক্যাম্পেনে অংশ নিতে চাইলে প্রথমে স্মার্টফোনে অ্যাপটি খুলতে হবে। তারপর যেতে হবে রিওয়ার্ডস ট্যাবে। এখানে ক্লিক করলে একাধিক অপশন আসবে। তার মধ্যে থেকে লাড্ডু সেকশন বেছে নিতে হবে। তবে লাড্ডু কার্ড পাওয়ার জন্য গুগল পে মারফত পেমেন্ট করতে হবে। একাধিক লেনদেন করলেই জমতে থাকবে লাড্ডু কার্ড।
অংশগ্রহণের পদ্ধতি: গুগল পে-এর লাড্ডু ক্যাম্পেনে অংশ নিতে চাইলে প্রথমে স্মার্টফোনে অ্যাপটি খুলতে হবে। তারপর যেতে হবে রিওয়ার্ডস ট্যাবে। এখানে ক্লিক করলে একাধিক অপশন আসবে। তার মধ্যে থেকে লাড্ডু সেকশন বেছে নিতে হবে। তবে লাড্ডু কার্ড পাওয়ার জন্য গুগল পে মারফত পেমেন্ট করতে হবে। একাধিক লেনদেন করলেই জমতে থাকবে লাড্ডু কার্ড।
advertisement
4/7
ন্যূনতম ১০০ টাকার লেনদেন: যেমন খুশি পেমেন্ট করলে হবে না। কমপক্ষে ১০০ টাকার লেনদেন করতে হবে। সেটা মোবাইল রিচার্জ হতে পারে কিংবা কোনও বিল পরিশোধ। ২০০ টাকা দিয়ে গিফট গিফট কার্ড কিনলেও লাড্ডু কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ক্রেডিট কার্ডের বিল শোধ করতে পারেন ইউজার। এতেও লাড্ডু কার্ড মিলতে পারে।
ন্যূনতম ১০০ টাকার লেনদেন: যেমন খুশি পেমেন্ট করলে হবে না। কমপক্ষে ১০০ টাকার লেনদেন করতে হবে। সেটা মোবাইল রিচার্জ হতে পারে কিংবা কোনও বিল পরিশোধ। ২০০ টাকা দিয়ে গিফট গিফট কার্ড কিনলেও লাড্ডু কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ক্রেডিট কার্ডের বিল শোধ করতে পারেন ইউজার। এতেও লাড্ডু কার্ড মিলতে পারে।
advertisement
5/7
গুগল পে ইউজাররা যে কোনও লেনদেন করলেই লাড্ডু কার্ড পেতে পারেন। সব লেনদেনেই যে কার্ড মিলবে তার কোনও গ্যারান্টি নেই। তবে বেশি লেনদেন করলে কার্ড পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের কাছে যদি বাড়তি লাড্ডু কার্ড থাকলে তাঁকে কার্ড পাঠানোর অনুরোধও করতে পারেন ইউজাররা। সোজা কথায়, সবমিলিয়ে ৬টি লাড্ডু কার্ড সংগ্রহ করতেই হবে।
গুগল পে ইউজাররা যে কোনও লেনদেন করলেই লাড্ডু কার্ড পেতে পারেন। সব লেনদেনেই যে কার্ড মিলবে তার কোনও গ্যারান্টি নেই। তবে বেশি লেনদেন করলে কার্ড পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের কাছে যদি বাড়তি লাড্ডু কার্ড থাকলে তাঁকে কার্ড পাঠানোর অনুরোধও করতে পারেন ইউজাররা। সোজা কথায়, সবমিলিয়ে ৬টি লাড্ডু কার্ড সংগ্রহ করতেই হবে।
advertisement
6/7
৬টি লাড্ডু কার্ড পাওয়ার পর ক্যাশব্যাক: ৬টি লাড্ডু কার্ড হাতে পাওয়ার পর এবার ক্যাশব্যাক পাওয়ার পালা। প্রথমে স্মার্টফোনে গুগল পে অ্যাপ খুলতে হবে। এবার যেতে হবে ‘অফারস অ্যান্ড রিওয়ার্ডস’ বিভাগে।
৬টি লাড্ডু কার্ড পাওয়ার পর ক্যাশব্যাক: ৬টি লাড্ডু কার্ড হাতে পাওয়ার পর এবার ক্যাশব্যাক পাওয়ার পালা। প্রথমে স্মার্টফোনে গুগল পে অ্যাপ খুলতে হবে। এবার যেতে হবে ‘অফারস অ্যান্ড রিওয়ার্ডস’ বিভাগে।
advertisement
7/7
এখানে একাধিক অপশন রয়েছে। স্ক্রোল ডাউন করে নীচের দিকে এসে ‘লাড্ডু সেকশনে’ ক্লিক করতে হবে। এবার ‘ক্লেইম ফাইনাল রিওয়ার্ড’-এ ট্যাপ করলেই সামনে আসবে স্ক্র্যাচ কার্ড। এই কার্ড স্ক্র্যাচ করে ৫১ টাকা থেকে শুরু করে ১০০১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন ইউজার।
এখানে একাধিক অপশন রয়েছে। স্ক্রোল ডাউন করে নীচের দিকে এসে ‘লাড্ডু সেকশনে’ ক্লিক করতে হবে। এবার ‘ক্লেইম ফাইনাল রিওয়ার্ড’-এ ট্যাপ করলেই সামনে আসবে স্ক্র্যাচ কার্ড। এই কার্ড স্ক্র্যাচ করে ৫১ টাকা থেকে শুরু করে ১০০১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন ইউজার।
advertisement
advertisement
advertisement