Cyber Fraud: এবার ATM থেকেই টাকা হাতানোর নতুন কৌশল হ্যাকারদের! সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Cyber Fraud: গত কয়েক বছরে আরও একটি কৌশল তারা বার করেছে টাকা হাতানোর জন্য। যার মাধ্যমে এটিএম না ভেঙেও দূরে কোথাও বসে দিব্যি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সম্ভব।
বিগত কয়েক বছর ধরে প্রতারণা করার জন্য নতুন নতুন ছক কষছে সাইবার জালিয়াত বা সাইবার প্রতারকরা। তবে গত কয়েক বছরে আরও একটি কৌশল তারা বার করেছে টাকা হাতানোর জন্য। আসলে এর মাধ্যমে এটিএম না ভেঙেও দূরে কোথাও বসে দিব্যি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সম্ভব। কিন্তু কীভাবে জালিয়াতরা এই কাজটা করছে? আসলে প্রযুক্তি ব্যবহার করেই এমনটা সম্ভব করছে তারা। আর সাইবার বিশেষজ্ঞরা এই কৌশলটির নাম দিয়েছেন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক।
advertisement
কিন্তু এটা আসলে কী? সেটাই স্পষ্ট করে দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। তাঁরা বলেন যে, ধরা যাক একজন গ্রাহক এটিএম থেকে টাকা তোলার সময় কার্ড সোয়াইপ করলেন। সঙ্গে সঙ্গে এটিএম-এর ব্রেন-এ একটা বার্তা পৌঁছে যায়। এই সময় গ্রাহকের কার্ড কিংবা ট্র্যানজ্যাকশনটি ভ্যালিড না কি ইনভ্যালিড, সেটা যাচাই করে নেয় যন্ত্রটি। তারপরে কত টাকার লেনদেন হবে কিংবা লেনদেনটি ভ্যালিড কি না, সেই বার্তাই এটিএম-এর ব্রেনে পৌঁছে যাবে। ট্র্যানজ্যাকশন ভ্যালিড হলে টাকা তুলতে পারবেন গ্রাহক। নাহলে ওই লেনদেন রিজেক্ট হয়ে যাবে।
advertisement
কিন্তু এই গোটা প্রক্রিয়াটির মধ্যে কিছু কারসাজি করা হলে এটিএম-এর ব্রেন ভ্যালিড কিংবা ইনভ্যালিড ট্র্যানজ্যাকশনের বিষয়ে বুঝতে পারবেই না। আর এই কৌশলটাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। তারা আসলে এমন প্রযুক্তি ব্যবহার করছে, যা এটিএম-এর ব্রেন-কে বিকল করে দেয়। এরপরে ইনভ্যালিড লেনদেনের মাধ্যমে এটিএম ফাঁকা করে দিচ্ছে প্রতারকরা। এটিএম-এ পুরো ট্র্যানজ্যাকশন প্রক্রিয়াটি চলাকালীনই এই কারসাজি করছে সাইবার অপরাধীরা।
advertisement
কিন্তু কোন কায়দায় এই কারসাজিটা চালাচ্ছে তারা?সাইবার বিশেষজ্ঞদের দাবি, বহু সময় নিরাপত্তা বেষ্টনীর ফাঁক গলেই প্রতারকরা এটিএম-এ মেশিন এবং রাউটারের মাঝে কোথাও একটা এক্সটার্নাল ডিভাইস বসিয়ে দিচ্ছে। এহেন কিছু ঘটনার তদন্তে নেমে তদন্তকারী দেখেছেন যে, এই প্রতারণা করার জন্য সাইবার অপরাধীরা মূলত এটিএম-এর ল্যান কেবলেই এক্সটার্নাল ডিভাইসটা বসিয়ে রাখে।
advertisement
advertisement