Cyber Crime: অনলাইনে শপিংয়ের পর রিভিউ দেন? সাবধান! ছবি হাতিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলছে প্রতারকরা, ক্রেতাদের সতর্কবার্তা পুলিসের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Cyber Crime: সাইবার প্রতারকদের এখন নতুন লক্ষ্য অনলাইন শপিংয়ের রিভিউ সেকশন! যেখানে পোশাক, গয়না বা চশমা কিনে খুশিমনে নিজেদের ছবি সহ মতামত জানাচ্ছেন, সেখানেই এখন অপেক্ষা করছে বিপদ
advertisement
advertisement
বারাসত সাইবার থানার এক আধিকারিক জানান, সাম্প্রতিক সময়ে এমন একাধিক অভিযোগ জমা পড়েছে। মূলত কলেজ ছাত্রী ও মধ্যবয়সী মহিলাদের টার্গেট করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই প্রতারকদের মূল অস্ত্র হচ্ছে রিভিউ বক্সে আপলোড হওয়া ব্যক্তিগত ছবি। অনেকেই অনলাইনে জামাকাপড় বা গয়না কিনে তা পরে খুশি হয়ে ছবি আপলোড করেন রিভিউতে।
advertisement
কেউ ৫০ শতাংশ ছাড়ে শাড়ি কিনে হাসিমুখে ছবি দেন, কেউ বা নতুন চশমার ফ্রেম পরে তুলে ফেলেন সেলফি। সেইসব ছবি সহজেই সংগ্রহ করে নিচ্ছে প্রতারকরা। তারপর নাম ও ছবি মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় গড়ে তোলা হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট। কিছু ক্ষেত্রে সেই ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করেও পোস্ট করা হচ্ছে সামাজিক মাধ্যমে। চুরি হওয়া ছবি ও তথ্যের মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রতারণার ফাঁদ।
advertisement
সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, অনলাইন রিভিউ সেকশনে মুখের স্পষ্ট ছবি আপলোড করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, ওই ছবি কপি করে খুব সহজেই তৈরি করা যায় নকল পরিচয়। সেইসঙ্গে, সাধারণ মানুষের সতর্কতা ও সচেতনতাও জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। তাই আর পুরনো কৌশলে নয়, এখন রীতিমতো 'আপডেটেড' প্রতারণার ফাঁদ তৈরি প্রতারকদের। যেখানে ব্যক্তিগত ছবি ও তথ্য হয়ে উঠেছে নতুন হাতিয়ার। (তথ্য-Rudra Narayan Roy)