whatsapp-এ এআইয়ের সাহায্যে বানান মনের মতো স্টিকার! দেখে নিন ধাপে ধাপে ঠিক কী করতে হবে

Last Updated:
নিজেরাই আমরা বানিয়ে নিতে পারি এআই স্টিকার, কী ভাবে, সেটাই এবার দেখে নেওয়া যাক ধাপে ধাপে।
1/6
ইমোজি হোক বা জিআইএফ বা স্টিকার- এগুলোর মজা এখন আর আমাদের কাছেও ততটাও নেই, এটা বুঝে নিতে খুব একটা পরিসংখ্যানের দরকার পড়ে না। অন্য দিকে, সারা বিশ্ব এখন মেতেছে এআই প্রযুক্তিকে বিনোদনের হাতিয়ার করার কাজে। সেই লক্ষ্যেই এবার একধাপ এগিয়ে গেল মেটাও। ইউজারদের যাতে আরও বেশি সৃজনশীল এবং প্রাণবন্ত এক অভিজ্ঞতা দেওয়া যায়, সেই লক্ষ্যেই হোয়াটসঅ্যাপে এআই স্টিকার তৈরির সুযোগ এনে দেওয়া বলে এক বিবৃতিতে জানিয়েছে মেটা।
ইমোজি হোক বা জিআইএফ বা স্টিকার- এগুলোর মজা এখন আর আমাদের কাছেও ততটাও নেই, এটা বুঝে নিতে খুব একটা পরিসংখ্যানের দরকার পড়ে না। অন্য দিকে, সারা বিশ্ব এখন মেতেছে এআই প্রযুক্তিকে বিনোদনের হাতিয়ার করার কাজে। সেই লক্ষ্যেই এবার একধাপ এগিয়ে গেল মেটাও। ইউজারদের যাতে আরও বেশি সৃজনশীল এবং প্রাণবন্ত এক অভিজ্ঞতা দেওয়া যায়, সেই লক্ষ্যেই হোয়াটসঅ্যাপে এআই স্টিকার তৈরির সুযোগ এনে দেওয়া বলে এক বিবৃতিতে জানিয়েছে মেটা।
advertisement
2/6
অর্থাৎ, কারও সঙ্গে কথা চালাতে চালাতে জুতসই কোনও স্টিকার না পেলে মুষড়ে পড়ার আর দরকার নেই। নিজেরাই আমরা বানিয়ে নিতে পারি এআই স্টিকার, কী ভাবে, সেটাই এবার দেখে নেওয়া যাক ধাপে ধাপে।
অর্থাৎ, কারও সঙ্গে কথা চালাতে চালাতে জুতসই কোনও স্টিকার না পেলে মুষড়ে পড়ার আর দরকার নেই। নিজেরাই আমরা বানিয়ে নিতে পারি এআই স্টিকার, কী ভাবে, সেটাই এবার দেখে নেওয়া যাক ধাপে ধাপে।
advertisement
3/6
- মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। - কনট্যাক্ট থেকে একটা চ্যাট খুলতে হবে, অর্থাৎ যাঁকে স্টিকার পাঠাতে চান ইউজার, সেই চ্যাট খুলতে হবে। - ক্লিক করতে হবে স্মাইলি আইকনে। - ডান দিকে দেখা যাবে স্টিকার আইকন। সেটা বেছে নিতে হবে। - ক্রয়েট-এ এবার ক্লিক করতে হবে, পরের ধাপে ক্লিক করতে হবে কন্টিনিউ-তে।
- মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। - কনট্যাক্ট থেকে একটা চ্যাট খুলতে হবে, অর্থাৎ যাঁকে স্টিকার পাঠাতে চান ইউজার, সেই চ্যাট খুলতে হবে। - ক্লিক করতে হবে স্মাইলি আইকনে। - ডান দিকে দেখা যাবে স্টিকার আইকন। সেটা বেছে নিতে হবে। - ক্রয়েট-এ এবার ক্লিক করতে হবে, পরের ধাপে ক্লিক করতে হবে কন্টিনিউ-তে।
advertisement
4/6
- এবার স্টিকারটা ঠিক কী রকমের হবে, তার বিবরণ দিতে হবে। মাথায় রাখা দরকার, তা করতে হবে ইংরেজি ভাষায়, অন্য ভাষায় এআইকে নির্দেশ দেওয়ার সুযোগ অন্তত এখনই নিয়ে আসেনি হোয়াটসঅ্যাপ। - যে বিবরণ দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে এআই চারটে স্টিকার তৈরি করে দেবে, এর মধ্যে থেকে কোনও একটা বেছে নেওয়া যা, পছন্দ না হলে তা এডিট করা যায়।
- এবার স্টিকারটা ঠিক কী রকমের হবে, তার বিবরণ দিতে হবে। মাথায় রাখা দরকার, তা করতে হবে ইংরেজি ভাষায়, অন্য ভাষায় এআইকে নির্দেশ দেওয়ার সুযোগ অন্তত এখনই নিয়ে আসেনি হোয়াটসঅ্যাপ। - যে বিবরণ দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে এআই চারটে স্টিকার তৈরি করে দেবে, এর মধ্যে থেকে কোনও একটা বেছে নেওয়া যা, পছন্দ না হলে তা এডিট করা যায়।
advertisement
5/6
- যে স্টিকার পছন্দ হল, সেটা সিলেক্ট করে সেন্ড-এ ক্লিক করলেই তা পৌঁছে যাবে নির্দিষ্ট ইউজারের কাছে।
- যে স্টিকার পছন্দ হল, সেটা সিলেক্ট করে সেন্ড-এ ক্লিক করলেই তা পৌঁছে যাবে নির্দিষ্ট ইউজারের কাছে।
advertisement
6/6
তবে হ্যাঁ, এই ফিচার ধীরে ধীরে রোল আউট হচ্ছে সারা বিশ্বে, এখন ফোনে না পেলেও কিছু দিন অপেক্ষার পর ঠিক এসে যাবে।
তবে হ্যাঁ, এই ফিচার ধীরে ধীরে রোল আউট হচ্ছে সারা বিশ্বে, এখন ফোনে না পেলেও কিছু দিন অপেক্ষার পর ঠিক এসে যাবে।
advertisement
advertisement
advertisement