করোনার জন্য অর্থদান করতে গিয়ে ঠকছেন না তো? যাচাই করুন এভাবে

Last Updated:
ডোনেশন করার সময় ঠিক করে ধ্যান নিয়ে আইডি দেখে দান করুন
1/4
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য এবং দেশে জরুরী পরিস্থিতি মোকাবিলা করতে শনিবার জরুরীকালীন ত্রাণ তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তহবিলে দেশবাসীকে নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ত্রাণ তহবিলের নাম দেওয়া হয়েছে ‘প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন (পিএম-কেয়ারস) ফান্ড&'। এবার প্রতারনার জন্য PM CARES FUND-এর সাহায্য নিয়েছে হ্যাকররা।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য এবং দেশে জরুরী পরিস্থিতি মোকাবিলা করতে শনিবার জরুরীকালীন ত্রাণ তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তহবিলে দেশবাসীকে নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ত্রাণ তহবিলের নাম দেওয়া হয়েছে ‘প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন (পিএম-কেয়ারস) ফান্ড&'। এবার প্রতারনার জন্য PM CARES FUND-এর সাহায্য নিয়েছে হ্যাকররা।
advertisement
2/4
ডিজিটাল পেমেন্ট বা ক্যাশলেস পেমেন্টকে আর সহজ করে তুলেছে UPI। টাকা ট্রান্সফার করার জন্য দরকা শুধু মাত্র UPI ID, অ্যাকাউন্ট নম্বর না জানলেও হবে। UPI ID দিয়ে টাকা ট্রান্সফার করলে টাকা সজা অন্য গ্রহাকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর এই সুযোগে হ্যাকাররা ফাঁদ পাতছে ।
ডিজিটাল পেমেন্ট বা ক্যাশলেস পেমেন্টকে আর সহজ করে তুলেছে UPI। টাকা ট্রান্সফার করার জন্য দরকা শুধু মাত্র UPI ID, অ্যাকাউন্ট নম্বর না জানলেও হবে। UPI ID দিয়ে টাকা ট্রান্সফার করলে টাকা সজা অন্য গ্রহাকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর এই সুযোগে হ্যাকাররা ফাঁদ পাতছে ।
advertisement
3/4
সবাইকে সতর্ক করতে, প্রতারণার ফাঁদে যাতে আপনি পা না দেন সেই জন্য প্রেস ইনফরমেশন বিউরো (PIB) একটি ট্যুইট করেছে। সেই ট্যুইট এই ফেক PM Care UPI আইডি সম্পর্কে জানিয়েছে। ট্যুইটে তারা সঠিক PM Care UPI আইডি জানিয়েছে, যা হল - pmcares@sbi
সবাইকে সতর্ক করতে, প্রতারণার ফাঁদে যাতে আপনি পা না দেন সেই জন্য প্রেস ইনফরমেশন বিউরো (PIB) একটি ট্যুইট করেছে। সেই ট্যুইট এই ফেক PM Care UPI আইডি সম্পর্কে জানিয়েছে। ট্যুইটে তারা সঠিক PM Care UPI আইডি জানিয়েছে, যা হল - pmcares@sbi
advertisement
4/4
হ্যাকররা প্রতারণার জন্য সঠিক UPI আইডির মতো ফেক আইডি বানিয়েছে যা হল pmcare@sbi। এর ফলে ডোনেশন করার সময় অনেকেই বুঝতে পারছে না কোনটা ঠীক আর কোনটা ভুল। দুটি আইডি -র মধ্যে তফাত শুধুমাত্র  ‘s’ -এর। তাই ডোনেশন করার সময় ঠিক করে ধ্যান নিয়ে আইডি দেখে দান করুন।
হ্যাকররা প্রতারণার জন্য সঠিক UPI আইডির মতো ফেক আইডি বানিয়েছে যা হল pmcare@sbi। এর ফলে ডোনেশন করার সময় অনেকেই বুঝতে পারছে না কোনটা ঠীক আর কোনটা ভুল। দুটি আইডি -র মধ্যে তফাত শুধুমাত্র ‘s’ -এর। তাই ডোনেশন করার সময় ঠিক করে ধ্যান নিয়ে আইডি দেখে দান করুন।
advertisement
advertisement
advertisement