দামি দামি Cooler আর AC ছাড়ুন...! এই ফ্যানেই সিমলা-কুলু-কাশ্মীর হয়ে যাবে ঘর! চ্যাটচ্যাটে নয়, ফুরফুরে করে দেবে বরফ ঠান্ডা বাতাস

Last Updated:
Cooling Fan: একদিকে মে-জুন মাসে ভারতীয়দের গরমে ভোগান্তি চরমে পৌঁছয় আবার ইলেক্ট্রিকের বিল আকাশ ছুঁয়ে ফেলে। ফলে মধ্যবিত্তের মাথায় হাত পড়ার জোগাড় হয়। এই পরিস্থিতিতে একটু দেখে শুনে খরচ না করলে কিন্তু বিপদ।
1/11
মে মাস আসার আগেই বিরাট ইনিংস খেলা শুরু সূর্যের। এপ্রিলেই চাঁদি ফাটা গরম। মে-জুন মাস যে কী হতে চলেছে তা সহজেই আঁচ করা যায়। গরমের দাবদাহ এমন জায়গায় পৌঁছয় যে এই দুই মাসে মানুষ শুধু কুলার আর এসির নীচ থেকে মোটে সরতেই চান না।
মে মাস আসার আগেই বিরাট ইনিংস খেলা শুরু সূর্যের। এপ্রিলেই চাঁদি ফাটা গরম। মে-জুন মাস যে কী হতে চলেছে তা সহজেই আঁচ করা যায়। গরমের দাবদাহ এমন জায়গায় পৌঁছয় যে এই দুই মাসে মানুষ শুধু কুলার আর এসির নীচ থেকে মোটে সরতেই চান না।
advertisement
2/11
একদিকে এই সময় ভারতীয়দের গরমে ভোগান্তি চরমে পৌঁছয় আবার ইলেক্ট্রিকের বিল আকাশ ছুঁয়ে ফেলে। ফলে মধ্যবিত্তের মাথায় হাত পড়ার জোগাড় হয়। এই পরিস্থিতিতে একটু দেখে শুনে খরচ না করলে কিন্তু বিপদ।
একদিকে এই সময় ভারতীয়দের গরমে ভোগান্তি চরমে পৌঁছয় আবার ইলেক্ট্রিকের বিল আকাশ ছুঁয়ে ফেলে। ফলে মধ্যবিত্তের মাথায় হাত পড়ার জোগাড় হয়। এই পরিস্থিতিতে একটু দেখে শুনে খরচ না করলে কিন্তু বিপদ।
advertisement
3/11
এসি-কুলার কিনে পকেট খালি করা আর মাসে মাসে লম্বা বিল গোনার চেয়ে কিছু মজাদার ও দুর্দান্ত কার্যকরী জনপ্রিয় ফ্যানের কথাও কিন্তু ভাবতে পারেন যা একদিকে বাঁচায় বিদ্যুৎ বিল আবার ঘর নিমেষে করে ঠান্ডা ঠান্ডা কুল কুল।
এসি-কুলার কিনে পকেট খালি করা আর মাসে মাসে লম্বা বিল গোনার চেয়ে কিছু মজাদার ও দুর্দান্ত কার্যকরী জনপ্রিয় ফ্যানের কথাও কিন্তু ভাবতে পারেন যা একদিকে বাঁচায় বিদ্যুৎ বিল আবার ঘর নিমেষে করে ঠান্ডা ঠান্ডা কুল কুল।
advertisement
4/11
আজ জেনে নেওয়া যাক এমন একটি ফ্যান সম্পর্কে যা আপনি ঘরের যে কোন কোণে রেখে কুলার ও এয়ার কন্ডিশনারের মতোই শীতলতা উপভোগ করতে পারবেন সাড়া ঘরময়।
আজ জেনে নেওয়া যাক এমন একটি ফ্যান সম্পর্কে যা আপনি ঘরের যে কোন কোণে রেখে কুলার ও এয়ার কন্ডিশনারের মতোই শীতলতা উপভোগ করতে পারবেন সাড়া ঘরময়।
advertisement
5/11
সম্প্রতি Kuhl, ফ্যান সেগমেন্টের শীর্ষস্থানীয় কোম্পানি, বিএলডিএস প্রযুক্তি সহ পরবর্তী প্রজন্মের ডেজার্ট এক্সেল এইচ1 ফ্যান লঞ্চ করেছে। এই ফ্যানে, আপনাকে জল ভর্তি করার জন্য একটি ট্যাঙ্কও দেওয়া হয় যা ৮ ঘণ্টা স্থায়ী হয়।
সম্প্রতি Kuhl, ফ্যান সেগমেন্টের শীর্ষস্থানীয় কোম্পানি, বিএলডিএস প্রযুক্তি সহ পরবর্তী প্রজন্মের ডেজার্ট এক্সেল এইচ1 ফ্যান লঞ্চ করেছে। এই ফ্যানে, আপনাকে জল ভর্তি করার জন্য একটি ট্যাঙ্কও দেওয়া হয় যা ৮ ঘণ্টা স্থায়ী হয়।
advertisement
6/11
আপনিও যদি কুলার এবং এয়ার কন্ডিশনার বিকল্পে কুল-এর (Kuhl) এই লেটেস্ট ফ্যানটি কিনতে চান, তাহলে এখানে আমরা আপনাকে এর বিস্তারিত জানাচ্ছি।
আপনিও যদি কুলার এবং এয়ার কন্ডিশনার বিকল্পে কুল-এর (Kuhl) এই লেটেস্ট ফ্যানটি কিনতে চান, তাহলে এখানে আমরা আপনাকে এর বিস্তারিত জানাচ্ছি।
advertisement
7/11
নেক্সট জেনারেশন ডেজার্ট এক্সেল H1 ফ্যানটির বৈশিষ্ট্য কী?কুলের এই ফ্যানটি আপনাকে কার্যত কুলার এবং এয়ার কন্ডিশনারের মতো শীতলতা দেয়। এ জন্য এই ফ্যানে উচ্চ প্রযুক্তির বিএলডিএস মোটর দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফ্যানটি চালানোর জন্য রিমোট কন্ট্রোল ফাংশন প্রদান করা হয়।
নেক্সট জেনারেশন ডেজার্ট এক্সেল H1 ফ্যানটির বৈশিষ্ট্য কী?কুলের এই ফ্যানটি আপনাকে কার্যত কুলার এবং এয়ার কন্ডিশনারের মতো শীতলতা দেয়। এ জন্য এই ফ্যানে উচ্চ প্রযুক্তির বিএলডিএস মোটর দেওয়া হয়েছে। এছাড়াও, এই ফ্যানটি চালানোর জন্য রিমোট কন্ট্রোল ফাংশন প্রদান করা হয়।
advertisement
8/11
আরও বড় বিষয় হল, কুল এর এই ফ্যানটি ৬৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়া এটি ঘরের যেকোনও কোণে মানিয়ে যায় এবং এর স্টাইলিশ ডিজাইনের কারণে ঘরের ওই অংশের লুক আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
আরও বড় বিষয় হল, কুল এর এই ফ্যানটি ৬৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়া এটি ঘরের যেকোনও কোণে মানিয়ে যায় এবং এর স্টাইলিশ ডিজাইনের কারণে ঘরের ওই অংশের লুক আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
advertisement
9/11
কুল এর এই ফ্যানটিতে অতিস্বনক কুয়াশা আর্দ্রতার বৈশিষ্ঠ্য রয়েছে যা আর্দ্র আবহাওয়ায় চ্যাটচ্যাটে ভাব হতে দেয় না। আদ্রতাহীন অসাধারণ এক শীতলতা প্রদান করে এই ফ্যান যা অন্য গ্যাজেটকে সহজেই প্রতিযোগিতায় পিছনে ফেলে দেয়।
কুল এর এই ফ্যানটিতে অতিস্বনক কুয়াশা আর্দ্রতার বৈশিষ্ঠ্য রয়েছে যা আর্দ্র আবহাওয়ায় চ্যাটচ্যাটে ভাব হতে দেয় না। আদ্রতাহীন অসাধারণ এক শীতলতা প্রদান করে এই ফ্যান যা অন্য গ্যাজেটকে সহজেই প্রতিযোগিতায় পিছনে ফেলে দেয়।
advertisement
10/11
এই সমস্ত বৈশিষ্ট্যগুলির কারণে, ডেজার্ট এক্সেল H1 ফ্যান কুলার এবং এয়ার কন্ডিশনারের জন্য একটি চমৎকার বিকল্প। আপনার যদি এসি এবং কুলার কেনার বাজেট না থাকে, তাহলে এই ফ্যানটি কিনে আপনি গ্রীষ্মের মরশুমে শীতলতা উপভোগ করতে পারেন সহজেই।
এই সমস্ত বৈশিষ্ট্যগুলির কারণে, ডেজার্ট এক্সেল H1 ফ্যান কুলার এবং এয়ার কন্ডিশনারের জন্য একটি চমৎকার বিকল্প। আপনার যদি এসি এবং কুলার কেনার বাজেট না থাকে, তাহলে এই ফ্যানটি কিনে আপনি গ্রীষ্মের মরশুমে শীতলতা উপভোগ করতে পারেন সহজেই।
advertisement
11/11
নেক্সট জেনারেশন ডেজার্ট এক্সেল H1 ফ্যানের দামকুল এর এই BLDS প্রযুক্তি ফ্যানের দাম খুব বেশি নয়, আপনি এই ফ্যানটি ই-কমার্স সাইট বা কুল ফ্যানের অফিসিয়াল সাইট থেকে মাত্র 9619 টাকায় কিনতে পারবেন। এই পাখা শুধু গরমে শীতলতাই দেয় না, বিদ্যুৎও সাশ্রয় করে দুর্দান্তভাবে।
নেক্সট জেনারেশন ডেজার্ট এক্সেল H1 ফ্যানের দামকুল এর এই BLDS প্রযুক্তি ফ্যানের দাম খুব বেশি নয়, আপনি এই ফ্যানটি ই-কমার্স সাইট বা কুল ফ্যানের অফিসিয়াল সাইট থেকে মাত্র 9619 টাকায় কিনতে পারবেন। এই পাখা শুধু গরমে শীতলতাই দেয় না, বিদ্যুৎও সাশ্রয় করে দুর্দান্তভাবে।
advertisement
advertisement
advertisement