BSNL Mobile Recharge: এবার খরচ করলে ১ বছর করতে হবে না রিচার্জ, সস্তার রিচার্জ প্ল্যান আনল BSNL
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
BSNL Mobile Recharge: গ্রাহকদের অনেক কম খরচে বেশি সুবিধে দিয়ে থাকে সংস্থা। একবার রিচার্জে ১ বছরের নিশ্চিন্তি, BSNL-এর সস্তার প্ল্যানে কী কী সুবিধে ?
যাঁরা BSNL নম্বর ব্যবহার করছেন, তাঁদের জন্য দারুণ সুখবর। আসলে একটি রিচার্জ প্ল্যান এনেছে এই সংস্থা। যার ফলে এক বছরের জন্য বারবার রিচার্জ করার হাত থেকে স্বস্তি মিলবে গ্রাহকদের। আবার তাঁদের প্রচুর টাকাও বেঁচে যাবে। সম্প্রতি BSNL এই রিচার্জ প্ল্যানটিকে নিজেদের তালিকায় যোগ করেছে। আর যাঁরা এটি ব্যবহার করেছেন, তাঁদের তো খুবই পছন্দ হয়েছে এই প্ল্যানটি।
advertisement
advertisement
advertisement
advertisement
এটা আসলে নানা ফিচারে পরিপূর্ণ একটি প্যাকেজ। যাঁরা সব সময় কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চান এবং প্রচুর পরিমাণে স্মার্টফোন ব্যবহার করেন, তাঁদের জন্য এই সমস্ত ফিচার উপযুক্ত। ৩৬৫ দিনের ভ্যালিডিটি-সহ এই প্ল্যানে বারবার রিচার্জ করার ঝঞ্ঝাট থাকবে না এক বছরের জন্য। আনলিমিটেড ভয়েস কল (লোকাল, এসটিডি এবং রোমিং)-এর সুবিধা প্রদান করছে এই প্ল্যানটি।
advertisement
এই রিচার্জ প্ল্যান প্যাকেজে দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পেতে চলেছেন গ্রাহকরা। যাঁরা এসএমএস পাঠাতে পছন্দ করেন এবং অন্য কোনও প্ল্যাটফর্ম ব্যবহার করেন না, তাঁরা এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই রিচার্জ প্ল্যানে প্রচুর পরিমাণ অর্থাৎ ৬০০ জিবি ডেটা পাওয়া যাবে।
advertisement
যাঁদের প্রচুর ডেটার প্রয়োজন হয় আর যাঁরা ফোনকেই বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি একেবারে সেরা। কারণ এক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেয়ে যাবেন। অন্যান্য টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে এর সুবিধার তুলনা করা হয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে, BSNL দারুণ সাশ্রয়ী। গ্রাহকদের কাঁড়ি কাঁড়ি টাকাও বাঁচিয়ে দেবে