BSNL-এর বাম্পার অফার! মাত্র ১ টাকায় এক মাস আনলিমিটেড কল আর দিনে ২ জিবি ডেটা! আরও এই সুবিধা, কতদিন মিলবে অফার?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
BSNL-এর ১ টাকার ফ্রিডম প্ল্যানের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই অফারে ৩০ দিনের জন্য আনলিমিটেড কল, দৈনিক ২জিবি ডেটা এবং একটি ফ্রি ৪জি সিম পাওয়া যাবে।
advertisement
advertisement
BSNL Freedom Plan-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল - এটি দামে বেশ সস্তা। আসলে মাত্র ১ টাকার টোকেন মূল্যে নতুন গ্রাহকরা ৩০ দিনের জন্য 4G মোবাইল পরিষেবা পাচ্ছেন। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2GB হাই-স্পিড 4G ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা পাবেন। এর পাশাপাশি নতুন গ্রাহকদের কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বিনামূল্যে একটি 4G সিম কার্ডও দেওয়া হবে। এই ভাবে এটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে সস্তা এন্ট্রি-লেভেল অফার।
advertisement
advertisement
advertisement
কারা এই অফারটি পাবেন? এটা মাথায় রাখা গুরুত্বপূর্ণ যে, BSNL Freedom Plan-টি শুধুমাত্র নতুন গ্রাহকরাই পাবেন। তবে বিদ্যমান BSNL ব্যবহারকারীরা এই অফারের সুবিধা নিতে পারবেন না। এছাড়াও BSNL-এর ডোরস্টেপ সিম ডেলিভারি পরিষেবা নিলেও এই অফারটি প্রযোজ্য হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি সংশ্লিষ্ট সংস্থা। যাঁরা এই বিশেষ পরিকল্পনার সুবিধা নিতে চান, তাঁদের জন্য সরাসরি BSNL স্টোর অথবা কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে নতুন সিমটি অ্যাক্টিভেট করে নেওয়াই ভাল হবে।