BSNL-এর বাম্পার অফার! মাত্র ১ টাকায় এক মাস আনলিমিটেড কল আর দিনে ২ জিবি ডেটা! আরও এই সুবিধা, কতদিন মিলবে অফার?

Last Updated:
BSNL-এর ১ টাকার ফ্রিডম প্ল্যানের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই অফারে ৩০ দিনের জন্য আনলিমিটেড কল, দৈনিক ২জিবি ডেটা এবং একটি ফ্রি ৪জি সিম পাওয়া যাবে।
1/6
সরকারি টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited (BSNL) নিজেদের গ্রাহকদের আরও আকৃষ্ট করার জন্য নিত্যনতুন অফার নিয়ে আসছে। এই অবস্থায় সংশ্লিষ্ট কোম্পানি গত ১ অগাস্ট ২০২৫ তারিখে BSNL Freedom Plan চালু করেছে। আর লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই এই অফারটি গ্রাহকদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছে।
সরকারি টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited (BSNL) নিজেদের গ্রাহকদের আরও আকৃষ্ট করার জন্য নিত্যনতুন অফার নিয়ে আসছে। এই অবস্থায় সংশ্লিষ্ট কোম্পানি গত ১ অগাস্ট ২০২৫ তারিখে BSNL Freedom Plan চালু করেছে। আর লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই এই অফারটি গ্রাহকদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছে।
advertisement
2/6
এর ফলে এর লাস্ট ডেট এক্সটেন্ড করেছে সংস্থা। আসলে আগে এই অফারটি ৩১ অগাস্ট পর্যন্ত ভ্যালিড ছিল, কিন্তু এখন আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত এর সময়সীমা বাড়ানো হয়েছে। এর অর্থ হল - নতুন গ্রাহকরা এখন অতিরিক্ত ১৫ দিনের জন্য এই অফারটি উপভোগ করতে পারবেন।
এর ফলে এর লাস্ট ডেট এক্সটেন্ড করেছে সংস্থা। আসলে আগে এই অফারটি ৩১ অগাস্ট পর্যন্ত ভ্যালিড ছিল, কিন্তু এখন আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত এর সময়সীমা বাড়ানো হয়েছে। এর অর্থ হল - নতুন গ্রাহকরা এখন অতিরিক্ত ১৫ দিনের জন্য এই অফারটি উপভোগ করতে পারবেন।
advertisement
3/6
BSNL Freedom Plan-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল - এটি দামে বেশ সস্তা। আসলে মাত্র ১ টাকার টোকেন মূল্যে নতুন গ্রাহকরা ৩০ দিনের জন্য 4G মোবাইল পরিষেবা পাচ্ছেন। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2GB হাই-স্পিড 4G ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা পাবেন। এর পাশাপাশি নতুন গ্রাহকদের কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বিনামূল্যে একটি 4G সিম কার্ডও দেওয়া হবে। এই ভাবে এটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে সস্তা এন্ট্রি-লেভেল অফার।
BSNL Freedom Plan-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল - এটি দামে বেশ সস্তা। আসলে মাত্র ১ টাকার টোকেন মূল্যে নতুন গ্রাহকরা ৩০ দিনের জন্য 4G মোবাইল পরিষেবা পাচ্ছেন। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2GB হাই-স্পিড 4G ডেটা এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা পাবেন। এর পাশাপাশি নতুন গ্রাহকদের কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বিনামূল্যে একটি 4G সিম কার্ডও দেওয়া হবে। এই ভাবে এটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে সস্তা এন্ট্রি-লেভেল অফার।
advertisement
4/6
যাঁরা এই পরিকল্পনার সুবিধা নিতে চান, তাঁদের নিজেদের নিকটবর্তী BSNL Customer Service Center (CSC) অথবা BSNL স্টোরে যেতে হবে। সেখানে গ্রাহককে নিজের KYC প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এর পরেই তিনি মাত্র ১ টাকায় একটি নতুন 4G সিম কার্ড পাবেন।
যাঁরা এই পরিকল্পনার সুবিধা নিতে চান, তাঁদের নিজেদের নিকটবর্তী BSNL Customer Service Center (CSC) অথবা BSNL স্টোরে যেতে হবে। সেখানে গ্রাহককে নিজের KYC প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এর পরেই তিনি মাত্র ১ টাকায় একটি নতুন 4G সিম কার্ড পাবেন।
advertisement
5/6
সিম কার্ড অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে এই অফারটি অটোমেটিক ভাবে ৩০ দিনের জন্য শুরু হয়ে যাবে। এর বিশেষ বিষয় হল - এই সিম ব্যবহার করলে দেশব্যাপী রোমিংয়ের সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। এর অর্থ হল - গ্রাহকরা দেশের যে কোনও প্রান্তে থাকলেও কল, ডেটা এবং এসএমএস পরিষেবার সুবিধা পেতে পারেন।
সিম কার্ড অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে এই অফারটি অটোমেটিক ভাবে ৩০ দিনের জন্য শুরু হয়ে যাবে। এর বিশেষ বিষয় হল - এই সিম ব্যবহার করলে দেশব্যাপী রোমিংয়ের সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। এর অর্থ হল - গ্রাহকরা দেশের যে কোনও প্রান্তে থাকলেও কল, ডেটা এবং এসএমএস পরিষেবার সুবিধা পেতে পারেন।
advertisement
6/6
কারা এই অফারটি পাবেন? এটা মাথায় রাখা গুরুত্বপূর্ণ যে, BSNL Freedom Plan-টি শুধুমাত্র নতুন গ্রাহকরাই পাবেন। তবে বিদ্যমান BSNL ব্যবহারকারীরা এই অফারের সুবিধা নিতে পারবেন না। এছাড়াও BSNL-এর ডোরস্টেপ সিম ডেলিভারি পরিষেবা নিলেও এই অফারটি প্রযোজ্য হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি সংশ্লিষ্ট সংস্থা। যাঁরা এই বিশেষ পরিকল্পনার সুবিধা নিতে চান, তাঁদের জন্য সরাসরি BSNL স্টোর অথবা কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে নতুন সিমটি অ্যাক্টিভেট করে নেওয়াই ভাল হবে।
কারা এই অফারটি পাবেন? এটা মাথায় রাখা গুরুত্বপূর্ণ যে, BSNL Freedom Plan-টি শুধুমাত্র নতুন গ্রাহকরাই পাবেন। তবে বিদ্যমান BSNL ব্যবহারকারীরা এই অফারের সুবিধা নিতে পারবেন না। এছাড়াও BSNL-এর ডোরস্টেপ সিম ডেলিভারি পরিষেবা নিলেও এই অফারটি প্রযোজ্য হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি সংশ্লিষ্ট সংস্থা। যাঁরা এই বিশেষ পরিকল্পনার সুবিধা নিতে চান, তাঁদের জন্য সরাসরি BSNL স্টোর অথবা কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে নতুন সিমটি অ্যাক্টিভেট করে নেওয়াই ভাল হবে।
advertisement
advertisement
advertisement